কলকাতা, 24 ফেব্রুয়ারি: নতুন কর্মী নিয়োগের পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সল্টলেক সিজিও কমপ্লেক্সের (CGO Complex) দফতরে নতুন একটি দফতর পেতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Gets New Office)।
দিল্লি থেকে আসেন ইডি অধিকর্তা: ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে এই রাজ্যের একাধিক মামলা জমে রয়েছে । সে জন্য চলতি সপ্তাহেই দিল্লি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা সঞ্জয় মিশ্র সিজিও কমপ্লেক্সে আসেন এবং পূর্বাঞ্চলের সব ইডি আধিকারিকদের সঙ্গে তিনি একত্রিত হয়ে ও পৃথক পৃথকভাবে বিভিন্ন তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠক করেন । এই বৈঠকে নিজেদের নানা অভাব অভিযোগ তুলে ধরেন আধিকারিকরা । এরপরই সল্টলেক সিজিও কমপ্লেক্সে ওই একই বিল্ডিং-এ অতিরিক্ত একটি দফতর নিচ্ছে ইডি ।
নতুন অফিসে আধুনিক গ্যাজেট: ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে সারদা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলা রয়েছে । তার বেশিরভাগই এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি । সূত্রের মারফৎ জানা যাচ্ছে যে, এই নতুন অফিসে অত্যন্ত আধুনিক মানের ইলেকট্রনিক্স গ্যাজেট এবং অন্য জায়গার অতিরিক্ত ইডি আধিকারিকদের নিয়োগ করা হবে ।