পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ED Formed Charges Against Manik: 'মানিক নিয়ে তদন্ত আপাতত শেষ,' আদালতকে জানিয়ে চার্জ গঠন ইডি'র - নগর দায়রা আদালতের বিচারক

ED has formed charges against Manik Bhattacharya. জামিন হল না মানিক ভট্টাচার্যের ৷ আগামী 6 অক্টোবর পর্যন্ত ফের মানিক ভট্টাচার্যের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালতের বিচারক। অন্যদিকে, মানিকের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষ বলে আদালতে জানাল ইডি ৷

Etv Bharat
মানিকের বিরুদ্ধে চার্জ গঠন ইডি'র

By

Published : Aug 3, 2023, 7:48 PM IST

কলকাতা, 3 অগস্ট: মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আদালতে চার্জের ড্রাফ্ট জমা দিল ইডি ৷ আর তা দেখেই বিচারক জানতে চাইলেন, তবে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ইডি'র তদন্ত শেষ, এটাই ধরে নেওয়া যায় ? বৃহস্পতিবার অবশ্য ইডি'র তরফে আদালতে জানানো হয়, আপাতত তদন্ত শেষ হলেও, মানিকের বিরুদ্ধে নতুন চার্জ এলে তবে ফের তা তদন্তের আওতায় আসবে ৷ যদিও এদিন মানিক ভট্টাচার্যের জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত ৷

আগামী 6 অক্টোবর পর্যন্ত ফের মানিক ভট্টাচার্যের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালতের বিচারক। এদিন ইডির তরফে নগর দায়রা আদালতে দাবি করা হয় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তাদের তদন্ত মোটামুটি একরকম শেষ হয়েছে। এরপরই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "এতদিন পর্যন্ত আমরা যা পেয়েছি তাতে আমাদের তদন্ত শেষ। আমরা চার্জ ফ্রেম করব মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে।" এসময় ইডি'র কাছে বিচারক জানতে চান, "তদন্ত কি তবে শেষ ?"

ইডি'র তরফে ফের আদালতে জানানো হয়, "মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে আমাদের তদন্ত শেষ। তবে তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলে চূড়ান্ত তথ্য জানানো সম্ভব হবে। ফ্লোটিং অফেন্স পরে যদি কিছু আসে পরে আমরা ওটা এই চার্জের সঙ্গে জুড়ে দেব।" বিচারক পালটা জানতে চান, "ইডি সব সময় বলে আমরা টাকার লেনদেন খুঁজছি। আপনাদের টাকার লেনদেন কি খোঁজা শেষ ? ক্লোজার রিপোর্ট কি আজ আপনারা জমা দেবেন ?"


আরও পড়ুন: মুর্শিদাবাদে বোর্ড গঠনে বাধা, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারে বিরোধী দলের বিজয়ী প্রার্থীরা
এরপরই ইডির তরফে ড্রাফট চার্জ জমা দেওয়া হয় এদিন আদালতে। আর এর অর্থ ধরে নেওয়া যায় মানিকের বিরুদ্ধে ইডি'র তদন্ত আপাতত শেষ । তবে চার্জ জমা দেওয়ার পর ইডি আদালতে জানায়, এরপরও যদি মানিকের বিরুদ্ধে নতুন চার্জ আসে তাহলে আবার তা তদন্ত করা হবে। অন্যদিকে, কলকাতা হাইকোর্টেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এদিন এক মামলার শুনানি ছিল ৷ যার সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন মানিক ভট্টাচার্য। কিন্তু একই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সেই মামলার শুনানি এক সপ্তাহে জন্য পিছিয়ে দিয়েছেন। এদিন নগর দায়রা আদালতের থেকে বেরনোর সময় সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও তেমন উত্তর দেননি মানিক। তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশে আজ ফের এসেছিলাম নগর দায়রা আদালতে। কিন্তু খালি হাতে ফিরতে হচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details