পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ED on Ayan: অয়নের হার্ড ডিস্ক থেকে আরও 12 কোটি টাকার হিসেব পেল ইডি

একটি হার্ড ডিস্ক থেকেই এখনও পর্যন্ত শুধু 12 কোটি টাকা পেয়েছেন তদন্তকারীরা । ইডির দাবি, আরও বেশ কয়েকটি হার্ড ডিস্ক রয়েছে যা এখনও উদ্ধার হয়নি ৷ এই দূর্নীতিতে টাকার পরিমাণ প্রায় কয়েক'শো কোটি টাকা পার হয়ে যাবে, দাবি ইডির ৷

Etv Bharat
হার্ডডিস্ক থেকে 12 কোটি টাকা পেয়েছেন তদন্তকারীরা

By

Published : Apr 7, 2023, 11:55 AM IST

কলকাতা, 7 এপ্রিল: আগেই সামনে এসেছিল কয়েক কোটি টাকার সম্পত্তির হিসাব। এবার আরও চাঞ্চল্য়কর তথ্য় সামনে এল অয়নের সম্পর্কে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ শুধুমাত্র পুরসভার চাকরি বিক্রি করেই অয়নের আয় হয়েছে 12 কোটি টাকা ! তবে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারীকদের দাবি, শুধু 12 কোটি নয়, চাকরি বিক্রি করে লভ্যাংশের পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে পৌরসভায় চাকরি বিক্রির অভিযোগে সল্টলেক থেকে ধৃত অয়ন শীলের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে এই বিস্ফোরক তথ্য হাতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গিয়েছে, অয়ন শীলের অফিস এবং বাড়িতে বেশ কয়েকটি হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে ৷ ইডি সূত্রে খবর, সেই হার্ড ডিস্কগুলি ঘাঁটতে গিয়েই অন্য় আরও একটি হার্ড ডিস্কের খোঁজ পান তদন্তকারীরা ৷ সেটিকে ভালোভাবে পরীক্ষার পর কার্যত চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদের ৷ তারা জানতে পারে সংশ্লিষ্ট হার্ড ডিস্কে 12 কোটি টাকা কথার উল্লেখ রয়েছে ।

শুধু উল্লেখ রয়েছে বললে ভুল হবে তদন্তকারীদের দাবি, সেই হার্ড ডিস্কে মূলত তালিকা করে লেখা রয়েছে কোন প্রার্থীর থেকে কত পরিমাণ টাকা নেওয়া হয়েছিল এবং কবে তা নেওয়া হয়েছিল ৷ পাশাপাশি ইডি সূত্রে জানা গিয়েছে, প্রার্থীদের থেকে কোথায় এই টাকা নেওয়া হয়েছিল এবং কীভাবে তা নেওয়া হয় তার বিস্তারিত বিবরণও সেখানে রয়েছে । ইডি আধিকারিকদের দাবি, যেভাবে তালিকা করে টাকার পুঙ্খানুপুঙ্খ তথ্য় লেখা হয়েছে, তাতে স্পষ্ট এর সঙ্গে আরও অনেকেই জড়িত আছেন ৷ তাদের সামনেও যাতে বিষয়টি স্পষ্ট থাকে সেকারণেই এভাবে লেখা হয়েছে বলে জানাচ্ছেন ইডি আধিকারিকরা ৷

অন্য়দিকে, একটি হার্ড ডিস্কেই এখনও পর্যন্ত শুধু 12 কোটি টাকার হিসাব পেয়েছেন তদন্তকারীরা । ইডির তদন্তকারীদের দাবি, আরও বেশ কয়েকটি হার্ড ডিস্ক রয়েছে যা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৷ সবকটি উদ্ধারের পর এই দূর্নীতির টাকার পরিমাণ প্রায় কয়েক'শো কোটি টাকা পার হয়ে যেতে পারে বলে মনে করছে তারা । এই হার্ড ডিস্ক উদ্ধারের পর অয়ন শীলকে ফের জেরা করেছেন তদন্তকারীরা । সূত্রের খবর, জেরায় অয়ন শীল কার্যত স্বীকার করে নিয়েছে, যে পৌরসভায় চাকরি বিক্রির টাকার হিসাব রয়েছে সেই হার্ড ডিস্ককে।

আরও পড়ুন: রাজ্যপালকে নিয়মিত রিপোর্ট দিতে হবে উপাচার্যদের, নয়া নির্দেশিকা ঘিরে তৃণমূল-বিজেপি তরজা

যদিও ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি এখনও একাধিক বিস্ফোরক তথ্য জানা যাবে অয়ন শীলের কাছ থেকে ৷ ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। তবে কোন কোন পৌরসভায় তিনি চাকরি বিলি করেছিলেন সেগুলি এখনও পর্যন্ত জানা যায়নি ৷ যদিও তদন্তের স্বার্থে সেগুলি জানা অত্যন্ত প্রয়োজনীয় তদন্তকারীদের কাছে । এসএসসি দূর্নীতির সঙ্গে সঙ্গে পৌরসভাতেও দেদার চাকরি বিলিয়ে ছিলেন অয়ন শীল ৷ তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এই তথ্য জানার পরই অয়ন শীলকে গ্রেফতার করা হয়।

ABOUT THE AUTHOR

...view details