কলকাতা, 14 মার্চ: কালো টাকা সাদা করতেই টলিউডে পা-রেখেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে (WB Recruitment Scam) অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ ৷ এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে ইডি-র (Enforcement Directorate)তরফে ৷ শুধু তাই নয়, একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমাও তৈরি করে ফেলেছিলেন কুন্তল। যা তৈরি করতে যাবতীয় অর্থনৈতিক বিনিয়োগ করেছিলেন কুন্তল নিজেই । তাঁর প্রযোজনায় তৈরি একটি ছবি প্রদর্শিতও হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kiff)। ফলে তদন্তকারীদের দাবি, শুধুমাত্র প্রোডাকশন হাউস থেকে শুরু করে মিউজিক ভিডিও তৈরি নয় বরং আস্ত একটি সিনেমা তৈরি করে ফেলেছিলেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল।
বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন ধৃত কুন্তল। এরমধ্যে কুন্তল ঘোষের সঙ্গে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের আর্থিক লেনদেনের কথা জানতে পেরে দ্বিতীয়বার সল্টলেক সিজিও কমপ্লেক্সে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে জিজ্ঞাসাবাদ চালায় ইডি ৷ শুধুমাত্র বনি সেনগুপ্ত নয়, কুন্তলের টলি-যোগের শিকড় আরও গভীরে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারীকরা ৷ ফলে খুব শীঘ্রই সেইসব কুন্তল পরিচিত অভিনেতা-অভিনেত্রীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে বলে জানা গিয়েছে ইডি দফতর সূত্রে ৷