কলকাতা, 9 জানুয়ারি: কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় রাজভবনে এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন ৷ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ তিনি রাজভবনে আসেন ৷ ছ'টার কিছু পরেই তিনি বেরিয়ে যান ৷ কিন্তু রাজভবনে প্রবেশ কিংবা বেরনোর মুখে সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তরে জবাব দেননি রাহুল নবীন ৷ তবে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে যে তাঁর সন্দেশখালির ঘটনা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে, তা আর বলার অপেক্ষায় রাখে না ৷
5 জানুয়ারি সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ এই ঘটনায় শেখ শাহজাহান কেন এখনও গ্রেফতার হলেন না ? তাঁর গতিবিধির ইতিহাস-সহ বিস্তারিত তথ্য রাজ্য প্রশাসনের কাছে জানতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তারপর মঙ্গলবার সকাল থেকে সিআইএসএফ, বিএসএফ, এনআইএ-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তা রাহুল নবীন ৷ এরপর রাজভবনে ইডি কর্তার আগমন পারস্পরিক সম্পর্কযুক্ত বলেই দাবি করছে রাজভবন সূত্র ৷ তবে এ নিয়ে রাজ্যপাল বা রাজভবনের তরফে যেমন কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ ঠিক তেমনই ইডি কর্তা রাহুল নবীনও কিছু বলেননি ৷
এদিকে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এখনও অধরা তৃণমূল নেতা শাহজাহান শেখ ৷ আধিকারিকদের যাঁরা আক্রমণ করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও স্থানীয় পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ উঠেছে ৷ এই পরিস্থিতিতে গত রবিবার রাজভবনে রাজ্যের দায়িত্বে থাকা ইডি আধিকারিকদের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে গোপন বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তারপর রাজ্যের কাছে একাধিক বিষয়ে দ্রুত রিপোর্ট তলব করেছেন তিনি।
রাজভবন সূত্রের দাবি, গোপন আলোচনা যে বিষয়গুলিতে রাজ্যপাল রিপোর্ট চেয়েছেন-
- রেশন কেলেঙ্কারিতে ব্যবস্থা কী নেওয়া হয়েছে ৷
- অভিযুক্ত শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হয়নি, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে ৷
- শেখ শাহজাহান ভারতে আছেন, নাকি সীমান্ত অতিক্রম করেছেন তা স্পষ্ট করার কথা জানানো হয়েছে ৷
- আইনশৃঙ্খলা ব্যর্থতার দায়ভার ঠিক করতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ৷
- দায়িত্বে ব্যর্থ পুলিশ আধিকারিকদের শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন রাজ্যপাল ৷
আরও পড়ুন:
- তৃণমূলের শাহজাহান নাকি নামে-বেনামে কয়েক কোটি টাকা সম্পত্তির মালিক !
- আধিকারিকদের সঙ্গে বৈঠকে ইডি ডিরেক্টর, আলোচনায় সন্দেশখালি ও শাহজাহান
- আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেও সন্দেশখালি প্রশ্নে স্পিকটি নট মমতা