পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal: গরুপাচার দুর্নীতির শিকড়ে পৌঁছতে এনামুল-সায়গলের মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরার পরিকল্পনা ইডির - সিবিআই

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Scam) ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি (ED) ৷ সোমবার আদালত এই নির্দেশ দিয়েছে ৷ ইডি সূত্রে খবর, সেখানে এনামুল-সায়গলের মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরার পরিকল্পনা করা হচ্ছে ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Dec 19, 2022, 8:21 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর: গরুপাচার কাণ্ডের (Cattle Smuggling Scam) তদন্তে বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে আর বাধা নেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) কাছে ৷ সোমবার দিল্লি রাউস অ্য়াভিনিউ কোর্ট তাঁর প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে ৷ ইডি সূত্রে খবর, খুব শীঘ্রই কেষ্ট মণ্ডলকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে ৷ পেশ করা হবে ওই আদালতে ৷

ইডির (ED) ওই সূত্র জানাচ্ছে যে অনুব্রতর কাছে গরুপাচার মামলা সংক্রান্ত অনেক তথ্য আছে ৷ বিশেষ করে এই পাচারে লেনদেন সংক্রান্ত বিষয়ে অনেক তথ্য জানেন বীরভূমের এই রাজনীতিবিদ ৷ তাই তাঁকে জেরা করা প্রয়োজন ৷ দিল্লিতে নিয়ে সেই সব তথ্যগুলিই অনুব্রতর থেকে জানার চেষ্টা করবে ইডি ৷

ইডির সূত্র বলছে, অনুব্রতকে রাখা হবে দিল্লির তিহাড় সংশোধনাগারে । আর কাকতালীয়ভাবে সেখানেই বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন । তাঁকেও এই মামলাতেই গ্রেফতার করে দিল্লি নিয়ে যায় ইডি ৷ এছাড়াও সেখানে রয়েছেন গরু এবং কয়লা পাচার কাণ্ডে ধৃত এনামুল হকও ।

ইডির ওই সূত্রের দাবি, এই তিনজন মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে ৷ কারণ, এনামুল ও সায়গল এতদিন যে তথ্য ইডিকে দিয়েছে, সেগুলোর সত্যতা অনুব্রতর কাছ থেকে নেওয়া হবে ৷ ইডির ধারণা, এই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করলে গরুপাচার কাণ্ডে আরও অনেক তথ্য সামনে আসবে ৷ যা এই দুর্নীতির শিকড়ে পৌঁছাতে তাদের সাহায্য করবে ৷

প্রসঙ্গত, গত 11 অগস্ট অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করে সিবিআই (CBI) ৷ তার পর তিনি বেশ কয়েকদিন সিবিআই হেফাজতে ছিলেন ৷ এখন তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ আপাতত তাঁর ঠিকানা আসানসোল সংশোধনাগার ৷

সম্প্রতি আদালতের অনুমতি নিয়ে আসানসোল সংশোধনাগারে তাঁকে জেরা করে ইডি ৷ তার পরই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানানো হয় ইডির তরফে ৷ তাই তাঁর প্রোডাকশন ওয়ারেন্টের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করে ইডি ৷ এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হন অনুব্রত ৷ দিল্লি হাইকোর্ট মামলার শুনানি রাউস অ্যাভিনিউ কোর্টেই ফিরিয়ে দেয় ৷

এর পর গত শনিবার ওই আদালতে এই মামলার শুনানি হয় ৷ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত ৷ সোমবার আদালতের তরফে ইডিকে প্রোডাকশন ওয়ারেন্ট মঞ্জুর করা হয় ৷ আইনজ্ঞদের বক্তব্য, এই নির্দেশের ফলে অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে আদালতে পেশ করতে আর বাধা আর রইল না ইডির ৷

আরও পড়ুন:অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরায় ইডিকে অনুমতি আদালতের

ABOUT THE AUTHOR

...view details