কলকাতা, 17 মার্চ: কুন্তল ঘোষের দুটি বেসরকারি ব্যাংকের দুটি অ্যাকাউন্টে প্রায় 6.5 কোটি টাকার লেনদেন হয়েছে ৷ ব্যাঙ্কশাল আদালতে এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Claim on Kuntal)৷ তাদের দাবি, এই সাড়ে ছয় কোটি টাকার মধ্যে বেশিরভাগ টাকাই টলিউডে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিয়ো তৈরিতে বিনিয়োগ করা হয়েছে । বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদেরও টাকা দেওয়া হয়েছে বলে আদালতে দাবি করেছে ইডি ।
আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিযুক্ত কুন্তল ঘোষকে ৷ কুন্তলকে জিজ্ঞাসাবাদের জন্য আরও 14 দিনের জেল হেফাজতে পাঠানোর আবেদন জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ তাঁদের দাবি, তদন্তের বেশকিছু দিক সামনে এসেছে যার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে কুন্তল ঘোষের ৷ আদালত এদিন তাঁর 30 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় ৷
ইডি এদিন দাবি করেছে যে, কুন্তলের দুটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ছয় কোটি টাকা লেনদেন হয়েছে ৷ এই অ্যাকাউন্টগুলি এখন ইডির নজরে বলে জানানো হয়েছে । ইডির দাবি, এই সাড়ে ছয় কোটি টাকার মধ্যে বেশিরভাগ টাকাই টলিউডে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিয়োর জন্য লাগানো হয়েছে । টলিউডের বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদের সেই টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইডি । তারা জানিয়েছে, কুন্তলের অ্যাকাউন্টের টাকা থেকে তারকাদের বিলাসবহুল গাড়িও কিনে দেওয়া হয়েছে । এদের মধ্যে বনি সেনগুপ্তকে 44 লক্ষ টাকা ও সোমা চক্রবর্তীকে 55 লক্ষ 63 হাজার টাকা দিয়েছিল কুন্তল ।
ইডি যখন সোমা ও বনিকে জিজ্ঞাসাবাদ করে, তখন তাঁরা দাবি করে যে তাঁরা জানতেন না যে তাঁদের দেওয়া টাকা আসলে নিয়োগ দুর্নীতির টাকা । তাঁদের দেওয়ার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হচ্ছে । তাই তাঁরা যখন জানতে পেরেছেন এটা নিয়োগ দুর্নীতির টাকা, তখন সঙ্গে সঙ্গে তাঁরা ইডিকে সেই টাকা ফেরত দিয়েছেন বলে জানিয়েছে ইডি ।