পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Saayoni Ghosh: কুন্তলের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে প্রশ্ন শুনে অস্বস্তিতে সায়নী, দাবি ইডি সূত্রের - ইডি

নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে তলব করে ইডি ৷ শুক্রবার তিনি সল্টলেকে ইডির দফতরে হাজির হন তিনি ৷ এখন চলছে জিজ্ঞাসাবাদ ৷

Saayoni Ghosh
Saayoni Ghosh

By

Published : Jun 30, 2023, 3:00 PM IST

Updated : Jun 30, 2023, 3:17 PM IST

কলকাতা, 30 জুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে ইডির দফতরে শুক্রবার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষের ৷ ইডি সূত্রে খবর, তদন্তকারীদের একের পর এক প্রশ্নের মুখে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের এই যুবনেত্রী ৷

এ দিন সকাল 11টা 24 মিনিট নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে আসেন সায়নী ঘোষ । সঙ্গে তিনি আনেন বেশ কিছু নথিপত্র । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করছেন চারজন ইডি আধিকারিক ৷ জিজ্ঞাসাবাদকারী দলের নেতৃত্বে রয়েছেন একজন মহিলা আধিকারিক ৷ বেলা 12টা 10 মিনিট নাগাদ সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । প্রথমেই সায়নী ঘোষকে দেখানো হয় কুন্তল ঘোষের একটি হোয়াটস অ্যাপ চ্যাট ৷ সেই নিয়েই তাঁকে একাধিক প্রশ্ন করা হয় ৷ বিশেষ করে এই বিষয়ে তিনি কিছু জানেন কি না, সেটাই জানতে চাওয়া হয় ৷ তিনি উত্তর দিয়েছেন ৷ কিন্তু সেই উত্তরে সন্তুষ্ট নন তদন্তকারীরা ।

এছাড়াও সায়নীর কাছ থেকে প্রথম পর্যায়ে জানতে চাওয়া হয় যে কুন্তল ঘোষের সঙ্গে তাঁর কীভাবে আলাপ করেছিলেন ? কেন একাধিক কাগজপত্রে দেখা গিয়েছে সায়নী ঘোষের বিভিন্ন সম্পত্তিতে কুন্তল ঘোষের বিনিয়োগ রয়েছে ? এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এই সব প্রশ্নের পরিপ্রেক্ষিতে বেশ কিছু কাগজ জমা দিয়েছেন সায়নী । কাগজগুলি ইতিমধ্যেই যাচাই করতে শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারী আধিকারিকরা ।

এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই তদন্তে নেমে রাজ্যের একাধিক প্রভাবশালী থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকদের গ্রেফতার করেছেন ও তারা বর্তমানে সংশোধনাগারে রয়েছেন । এখন একাধিক পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ থেকে শুরু করে কুন্তল ঘোষের বিভিন্ন বাড়ির কাগজপত্র ও ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট ও ইমেল থেকে তথ্য পাওয়ার পরই তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে তলব করেছে ইডি । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ।

আরও পড়ুন:কুন্তলের দেওয়া 20 লক্ষ টাকায় কেন ফ্ল্যাট বুক সায়নীর, জানতে চায় ইডি

Last Updated : Jun 30, 2023, 3:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details