পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam: মধ্য কলকাতার হোটেলে মানিকের সঙ্গে গোপন বৈঠক করতেন কালীঘাটের কাকু, দাবি ইডির - সুজয়কৃষ্ণ ভদ্র

মধ্য কলকাতার বিভিন্ন হোটেলে মানিক ভট্টাচার্যের সঙ্গে গোপন বৈঠক করতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ৷ তাঁকে জেরা করে এ কথা জানতে পেরেছে বলে দাবি করল ইডি ৷

Recruitment Scam
Recruitment Scam

By

Published : Jun 1, 2023, 3:14 PM IST

কলকাতা, 1 জুন:শুধু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বা ব্যবসায়ীয়াই যে দুর্নীতিতে যুক্ত রয়েছেন তেমনটা নয় ৷ কেন্দ্রীয় এজেন্সিগুলি আগে থেকেই দাবি করেছিল যে, নিয়োগ দুর্নীতি মামলায় রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি যুক্ত রয়েছেন সরকারি আধিকারিকরাও । আর এ বার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন ইডির তদন্তকারী আধিকারিকরা ।

জানা গিয়েছে, 2017 সাল থেকে মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ রাখতেন সুজয়কৃষ্ণ ভদ্র । মাঝেমধ্যে মধ্য কলকাতার একাধিক রেস্তোরাঁয় চলত গোপন বৈঠক । একাধিকবার সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মানিক ভট্টাচার্যের । তদন্তকারীদের অনুমান, সেই সাক্ষাতেই মানিক ভট্টাচার্য ও সুজয়কৃষ্ণ ভদ্রের মধ্যে ঠিক হয়ে যেত যে, কোন চাকরি প্রার্থীকে কখন চাকরি দেওয়া হবে ।

পাশাপাশি কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে কোন কোন সরকারি দফতরের যোগাযোগ ছিল, তা খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা । তাঁদের দাবি, রাজ্য সরকারের বিভিন্ন দফতর এবং আমলা ও সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভালো সাক্ষাৎ ছিল কালীঘাটের কাকুর । কিন্তু তদন্তকারীরা মনে করছেন, শুধুমাত্র তাঁর কথায় চাকরি হত না । তিনি শুধু ছিলেন একজন সেতু বন্ধনকারী বা অনুঘটক । তিনি প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে দিয়ে সেই টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দিতেন । তদন্তকারী আধিকারিকরা সেই বড় মাথাদেরই খুঁজে বের করার চেষ্টা করছেন বলে ইডি সূত্রের খবর ।

সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করার কিছুদিন আগে তাঁর বেহালার বাড়িতে প্রায় 15 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান ইডির তদন্তকারীরা । সেখান থেকে তদন্তকারীরা উদ্ধার করেছিলেন একাধিক ডিজিটাল নথিপত্র-সহ বিভিন্ন কাগজ, ডায়েরি, পেনড্রাইভ এবং মোবাইল ফোন । তদন্তকারীদের দাবি, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে জানা গিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্র 40 লক্ষ টাকার একটি লেনদেন করেছিলেন । কিন্তু যখন জিজ্ঞাসাবাদের সময় সুজয়কৃষ্ণ ভদ্রের থেকে তদন্তকারীরা জানতে চান যে, ওই 40 লক্ষ টাকার উৎস সঠিক কী, সেই বিষয়ে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি ।
মঙ্গলবার বেলা 11টায় সল্টলেক সিজিও কমপ্লেক্সে ঢোকেন সুজয়কৃষ্ণ ভদ্র । তিনি বেশ কিছু ফাইল এবং ব্যাংকের যাবতীয় তথ্য সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ।

মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মোট তিনজন আধিকারিক 6 দফায় সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রায় 12 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন । তবে জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া থেকে শুরু করে তদন্তকারীদের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ আনা হয় কালীঘাটের কাকুর বিরুদ্ধে । অবশেষে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ তাঁকে গ্রেফতার করে ইডি ।

আরও পড়ুন:ইডি-জেরায় কালীঘাটের কাকুর মুখে পার্থ ! আরও বড় প্রভাবশালীকে আড়ালের চেষ্টা ?

ABOUT THE AUTHOR

...view details