কলকাতা, 11 মার্চ:অন্তত 30 জন অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (30 People got Job by Santanu Banerjee) ৷ নিয়োগ দুর্নীতির (WB Recruitment Scam) তদন্তে নেমে এমনই তথ্য হাতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ গোয়েন্দাদের দাবি, চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রত্যেক প্রার্থীর কাছ থেকেই লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন শান্তনু ৷ আর সেই টাকাতেই ফুলে, ফেঁপে উঠেছে তাঁর সম্পত্তি ৷
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটের পাশাপাশি শান্তনুর বলাগড়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইডির দাবি, গত 20 জানুয়ারির সেই তল্লাশিতে বহু গুরুত্বপূর্ণ নথি ও তথ্যপ্রমাণ উদ্ধার করা হয় ৷ পরবর্তীতে শান্তনুর বাড়ি থেকে বহু চাকরিপ্রার্থীর অ্যাডমিট কার্ড এবং চাকরি পাইয়ে দেওয়ার সুপারিশপত্র উদ্ধার করা হয়েছে ৷ মিলেছে প্রায় 300 জন চাকরিপ্রার্থীর নাম, পরিচয়-সহ সংশ্লিষ্ট সমস্ত তথ্য ৷ গোয়েন্দাদের দাবি, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল, নিয়োগ দুর্নীতিতে একসঙ্গে কাজ করতেন এই তিন মাথা ! কোথায়, কবে, কোন চাকরিপ্রার্থীর কাছ থেকে কত টাকা নেওয়া হবে এবং সেই টাকার বিনিময়ে তিনি কোন সরকারি পদে চাকরি পাবেন, এই সমস্ত কিছু একসঙ্গে বসেই ঠিক করতেন তাঁরা ৷