কলকাতা, 18 অগস্ট: আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হয় অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) 31টি জীবন বীমার পলিসিতে প্রত্যেকটিতেই কিস্তি দিতেন পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রের আরও খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ফোন বাজেয়াপ্ত করে সেখান থেকে একাধিক মেসেজ মারফত এই খবর জানতে পেরেছেন গোয়েন্দারা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান শিক্ষা দুর্নীতি কাণ্ডের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বীমার টাকার যোগ থাকলেও থাকতে পারে। ফলে এক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় গোয়েন্দাদের কাছে। ফলে আদালতে ইডির তরফ থেকে এদিন জানানো হয় যে তাঁদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন এছাড়াও টাকার উৎস সঠিক কী, সেই সম্পর্কে এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে মুখ খোলেননি পার্থ চট্টোপাধ্যায়।