পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

100 কোটি টাকার রেশন দুর্নীতিতে যুক্ত জ্যোতিপ্রিয়-বাকিবুর, চার্জশিটে উল্লেখ ইডির - 100 কোটি টাকার রেশন দুর্নীতি

ED charge sheet on ration scam: জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির 46 দিনের মাথায় রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করল ইডি ৷ চার্জশিটে উল্লেখ করা হয়েছে, 100 কোটি টাকার দুর্নীতিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমান ৷

ED charge sheet on ration scam
জ্যোতিপ্রিয় মল্লিক

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 2:27 PM IST

Updated : Dec 12, 2023, 3:03 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর:রেশন দুর্নীতি কাণ্ডে প্রায় 100 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে । এই দুর্নীতির মাথায় রয়েছেন বাকিবুর রহমান । তারপরেই রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু । জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির 46 দিনের মাথায় ব্যাংকশাল আদালতে চার্জশিট পেশ করে এ কথাই জানিয়েছে ইডি ।

জানা গিয়েছে, 12টি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট চার্জশিটে । তার মধ্যে পাঁচটি কোম্পানি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্য পাঁচটি কোম্পানি রয়েছে বাকিবুর রহমানের নামে । বাকি দুটি কোম্পানি পৃথক বলে জানা গিয়েছে । এই ঘটনায় মোট 100 কোটি টাকারও বেশি কেলেঙ্কারি হয়েছে বলে চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে প্রথমে ব্যবসায়ী তথা তৃণমূল ঘনিষ্ঠ বাকিবুর রহমানের খোঁজ পায় ইডি । এরপরই বাকিবুরকে জেরা করে তদন্তকারীরা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই দুর্নীতির যোগ খুঁজে পান । তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর মন্ত্রীকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

এরপর থেকেই শারীরিক অসুস্থতাকে তুলে ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁর গ্রেফতারির 46 দিনের মাথায় চার্জশিট পেশ করল ইডি । তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, শুধু রাজ্যের প্রভাবশালীরা রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে এমনটা নয় । বরং এই দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যের একাধিক রেশন ডিলার থেকে শুরু করে খাদ্য দফতরের একাধিক আধিকারিক । ইতিমধ্যেই 10 থেকে 12 জন আধিকারিকের নামের তালিকা তৈরি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । রেশন দুর্নীতি কাণ্ড তদন্ত নেমে এই সব আধিকারিকদের পৃথক পৃথক ভাবে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান নথিভুক্ত করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

আরও পড়ুন:

  1. আদালতের নির্দেশে এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি, তবে নেট সংযোগের অভাবে করছে না কাজ
  2. কবে এসএসকেএম থেকে ছুটি পাবেন জ্যোতিপ্রিয়? মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের
  3. জ্যোতিপ্রিয় অনেকটাই স্থিতিশীল, মন্ত্রীর খবর নিতেই কি এসএসকেএমে ইডির 2 অফিসার ?
Last Updated : Dec 12, 2023, 3:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details