কলকাতা, 23 জুলাই:দু'দিনের ইডি হেফাজত হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ৷ শনিবার তাঁর গ্রেফতারির পর পার্থকে ব্যঙ্কশাল কোর্টে নিয়ে যায় ইডি ৷ এই কেন্দ্রীয় সংস্থার তরফে পার্থ চট্টোপাধ্য়ায়ের 14 দিনের ইডি হেফাজত চাওয়া হয় ৷ তবে বিচারক তাঁর 2 দিনের ইডি হেফাজত মঞ্জুর করেন ৷ আদালতের নির্দেশের প্রেক্ষিতে এদিনই এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত দীর্ঘ সাড়ে 27 ঘণ্টা ম্যারাথন জেরা চলার পর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা । এদিনই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয় ৷ মন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী ৷ কিন্তু এই গ্রেফতারির সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাননি তৃণমূল মহাসচিব ৷ এদিন গ্রেফতারির পর জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় পার্থকে ৷ সেখান থেকে বেরোনোর পর তৃণমূল মহাসচিব জানান, 'দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। পাইনি।' রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ও ৷ তাঁকে আটক করা হয়েছে এবং জেরা করা হবে ৷ পার্থকে ইডির বিশেষ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন আধিকারিকেরা ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সব প্রশ্নের জবাব ঠিকঠাক দেননি তৎকালীন শিক্ষামন্ত্রী, তা জানার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা (ED arrests Former Education Minister Partha Chatterjee over SSC Recruitment Scam Case in Kolkata) ৷
পার্থ চট্টোপাধ্যায়ের পর তাঁর আপ্তসহায়ক সুকান্ত আচার্যকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা । মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে একাধিক তথ্য প্রমাণ পেয়ে সুকান্ত আচার্যকে একাধিকবার জেরা করে ইডি। জানা গিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত একাধিক তথ্য তিনি জানতেন । পাশাপাশি তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এসএসসি সংক্রান্ত বেশকিছু নথিপত্র উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ।
2019-এর ফেব্রুয়ারি, রাজ্যের এক প্রথমসারির পুলিশকর্তার হয়ে রাজপথে ধরনায় বসেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । সে সময় তাঁর একটি মন্তব্য সংবাদ-শিরোনামে জায়গা করে নিয়েছিল, "... জন্য আমি জীবন দিতেও রাজি ।" আজ 2022-এর 23 জুলাই । গ্রেফতারির পর জোকায় স্বাস্থ্য পরীক্ষার করে বেরিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, "দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম । পাইনি ।" রাজনৈতিক মহল কিন্তু এই দু'টি ঘটনার মধ্যে সম্পর্ক খুঁজছেন ৷ প্রশ্ন তুলছেন কেন ফোনে পাওয়া গেল না নেত্রীকে !
গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়কে সোজা বেহালার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর ইসিজি-সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় । সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী-সহ ঘনিষ্ঠরা । ইডি সূত্রে খবর, এরপর তাঁকে নিয়ে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে । ইডির তরফে আদালতে জানানো হবে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে 21 কোটি টাকা-সহ একাধিক বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছে । তাছাড়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির সঙ্গে জিজ্ঞাসাবাদে কোনও রকম সহযোগিতা করেননি ৷ তাই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়া অত্যন্ত প্রয়োজন ।