কলকাতা, 29 ডিসেম্বর: বুধবারই কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । আর সেখানে থেকেই এক কোটি 85 লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে ইডি । সেই ঘটনায় নিউটাউন এলাকা থেকে দু'জনকে গ্রেফতারও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গিয়েছে, ধৃতদের নাম সন্তোষ যাদব এবং সাগর যাদব ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা যাচ্ছে, গেমিং অ্যাপ কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে সন্তোষ এবং সাগর । দীর্ঘদিন তারা কলকাতার নিউটাউনে ছিল । আদতে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা । তাদের নিজেদের হেফাজতে নিয়ে ইডি'র তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন যে, এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে ৷ পাশাপাশি এই অনলাইন গেমিং অ্যাপ মূলত কোথা থেকে চালানো হয় তাও জানতে চাইছেন গোয়েন্দারা ৷ এছাড়াও এই কাজে কারা যুক্ত রয়েছে তাও তদন্ত করে দেখবে ইডি ৷ তাদের কাছ থেকে আলাদা করে কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঝাড়খণ্ডের একটি অনলাইন গেমিং অ্যাপ নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । তদন্তে জানা যায়, এই ঘটনায় কলকাতার নিউটাউনের যোগ রয়েছে । আর সেইমতো কেষ্টপুরের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে এক কোটি 85 লক্ষ টাকা উদ্ধার করেন গোয়েন্দারা । গত বৃহস্পতিবার কলকাতার মোট 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় ৷ তার মধ্যে অন্যতম ছিল মানিকতলা, গণেশ চন্দ্র অ্যাভিনিউ, বড়বাজার, ডালহৌসি এবং আলিপুর এলাকা ।
এর আগে একটি অনলাইন গেমিং অ্যাপের ঘটনার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা কলকাতার মেটিয়াবুরুজে তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে কোটি টাকা উদ্ধার করেছিলেন । মূলত অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা । তাঁদের মতে, এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তারা প্রত্যেকেই বাইরের রাজ্যের ।