কলকাতা, 8 অক্টোবর:অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের শরনাপন্ন হচ্ছে ইডি (Enforcement Directorate) । সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে হাইকোর্টে আবেদনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে । গতকাল সায়গল হোসেনকে হেফাজতে নিয়ে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন খারিজ করে আসানসোল আদালত । তারপরই হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে ।
9 জুন সিবিআই সায়গল হোসেনকে গ্রেফতার করেছিল । গতকাল ইডিকে দীর্ঘ সময় জেরা করার পর সন্তুষ্ট না-হওয়ায় তাকে গ্রেফতার করা হয় । কিন্তু সিবিআই বিশেষ আদালত বন্ধ থকায় আসানসোল জেলা আদালতে সায়গল হোসেনকে হেফাজতে নিয়ে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন করে ইডি । কিন্তু জেলা আদালতে বিচারক জানান, তিনি এই মামলা সম্পর্কে কিছুই জানেন না তাই পরে সিবিআই বিশেষ আদালতে নিয়ে গিয়ে এই বিষয়ে বিচারপর্ব চালাতে । কিন্তু ইডি-র তরফে সন্ধ্যায় জেলা আদালতের বিচারককে সমস্ত কিছু জানিয়ে ইমেল করে কেন্দ্রীয় সংস্থা যাতে দ্রুত সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা যায় । কিন্তু জেলা বিচারক তাতে সন্মতি দেননি । সেই কারণেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানা যাচ্ছে ।