কলকাতা, 9 অক্টোবর:এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) রবিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী (Anubrata Mondal ex bodyguard) সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি নিয়ে ৷ গরুপাচার কাণ্ডে সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ৷
শুক্রবার আসানসোলের ভ্যাকেশন স্পেশাল জজ কোর্টে কেষ্ট-ঘনিষ্ঠকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি জানানো হয় ৷ কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত ৷ প্রযুক্তিগত ত্রুটি এবং সময় সীমাবদ্ধতার কারণে আদালত ইডির আবেদন খারিজ করে দেয় বলে জানা গিয়েছে ৷ এরপরেই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইডির তরফে (Enforcement Directorate)।
এক তদন্তকারী আধিকারিক জানান, গরুপাচার মামলার তদন্তের স্বার্থে সায়গল হোসেনকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ৷ শুক্রবার একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরই সায়গলকে গ্রেফতার করা হয় (ED arrests Saigal Hossain)। প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর অনুব্রত-ঘনিষ্ঠকে গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
ইডি কর্তা আরও জানান, এখন সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এর জন্যই পুজোর ছুটির পর আদালত খোলার অপেক্ষা না-করে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন আদালতে আবেদন করার সিদান্ত নেওয়া হয়েছে ৷ যে কোনওদিন এ বিষয়ে শুনানি হতে পারে ।
প্রসঙ্গত, রবিবার আসানসোল সংশোধনাগারে হঠাৎ হাজির হন ইডির গোয়েন্দারা (ED visits Asansol Jail)। ইডির দুই সদস্য আজ আসানসোল সংশোধনাগারে যান । তাঁরা গরুপাচার-কাণ্ডে (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) সঙ্গে দেখা করেন ৷ সূত্রের তরফে জানা গিয়েছে, তাঁরা একটি নথিতে সায়গলকে দিয়ে সই করিয়েও নিয়ে যান ।
আরও পড়ুন:আসানসোল সংশোধনাগারে ইডি, সায়গলকে সই করানো হল নথিতে
উল্লেখ্য, শুক্রবার গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) চতুর্থ চার্জশিট জমা করেছে সিবিআই । এই মামলায় ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআই ৷ চার্জশিটে অনুব্রতর নামে 18 কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও উল্লেখ রয়েছে । এছাড়াও 53টি দলিলের উল্লেখ করা আছে এই চার্জশিটে । এই দলিলগুলি সবই অনুব্রত ও তাঁর স্ত্রী-কন্যার নামে রয়েছে বলে জানিয়েছে সিবিআই ৷