পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha-Arpita: জামিনের আবেদন খারিজ, 14 দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Partha-Arpita) 14 দিনের জন্য জেল হেফাজতের (ED appeals Judicial custody) নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত ৷ তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত (Arpita Mukherjee)৷

ED appeals Judicial custody of Partha Chatterjee and Arpita Mukherjee
বিধায়ক পদ ছাড়তে চান পার্থ, 'অপা'কে 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে চায় ইডি

By

Published : Aug 5, 2022, 4:48 PM IST

Updated : Aug 5, 2022, 8:14 PM IST

কলকাতা, 5 অগস্ট:পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Partha-Arpita) 14 দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Arpita Mukherjee) তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে (ED appeals Judicial custody) রেখে জেরা করার আবেদন জানিয়েছেিল । পার্থর আইনজীবীর জামিনের আবেদন এ দিন খারিজ করে দিয়েছে আদালত ৷ 18 অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে ৷

আলিপুর মহিলা সংশোধনাগার (মহিলা)র সুপারকে অর্পিতা মুখোপাধ্যায়ের নিরাপত্তা ও সুরক্ষার সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত ।অন্যদিকে, পার্থ চট্রোপাধ্যায় থাকবেন প্রেসিডেন্সি সংশোধনাগারে । এই দুজনের সঙ্গে একজন করে বিশেষ অফিসার থাকার নির্দেশ দেওয়া হয়েছে । যাঁরা জিজ্ঞাসাবাদের সময় বক্তব্য নথিভুক্ত করবেন । আপাতত 18 অগস্ট পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে এই দুজনকে ।

ইডির তরফে এ দিন বলা হয়, এমএস আনন্দ প্রাইভেট লিমিটেড নামে একটা ট্রাস্টের খোঁজ পাওয়া গিয়েছে ৷ যেখানে পার্থ এবং অর্পিতার পরিবারের নামে টাকা ট্রান্সফার করা হয়েছে । অন্তত 50টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ইডি-র আইনজীবী ।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, "31টি জীবন বিমার নথি দেখানো হয়েছে । সমস্ত মিথ্যা । নমিনি করা হয় পরিবারের লোকজনকে । অর্পিতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও যোগাযোগ ছিল না । এমন কেউ বলেনি বা অভিযোগ করেনি যে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়েছেন । পার্থ চট্টোপাধ্যায়ও কাউকে প্রস্তাব দেননি টাকার বিনিময়ে চাকরি করে দেওয়ার । কী করে একজন ব্যক্তিকে তথ্য প্রমাণ ছাড়া অভিযুক্ত হিসাবে ধরা হচ্ছে । তাঁর বর্তমানে 72 বছর বয়স । এতদিন ধরে সমস্ত সহযোগিতা করছেন । তাঁর আরও ভালো চিকিৎসার প্রয়োজন । তিনি বিধায়ক পদ ছেড়ে দিতে চান । সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চান ৷"

আরও পড়ুন:চোরটা কোথায়...এসি গাড়িতে কেন ? জোকা ইএসআইতে জনতার ক্ষোভের মুখে পার্থ

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এ দিন আদালতে আরও বলেন, "ইডি এই মামলায় তদন্ত করছে এই অপরাধের পদ্ধতি নিয়ে । ইডি এখনও পার্থর বিরুদ্ধে কোনও নথি পেশ করতে পারেনি । শুধুমাত্র এই তদন্তে সাহায্য করছেন না বলেই এতদিন ইডি হেফাজতে নিল । তারা কি চায় তিনি নিজে দোষ কবুল করুন ? তিনি নিজেও জানেন না, কি ধরনের ষড়যন্ত্র করা হয়েছে তাঁর বিরুদ্ধে ! ইডি জানিয়েছে, 31টি জীবন বিমায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম আছে নমিনি হিসেবে । এটা কি পার্থ চট্টোপাধ্যায়কে দোষী হিসাবে প্রামণ করার জন্য যথেষ্ট ?"

14 দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা

জবাবে ইডির তরফে বলা হয়, "অর্পিতা ও পার্থর পরিবারের সদস্যদের সঙ্গে একটি যৌথ মালিকানার কোম্পানির শেয়ারের স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে । 1 নভেম্বর, 2012 সালে তৈরি হয় এই কোম্পানি । এটা প্রমাণ করে যে একটা বিরাট অঙ্কের অর্থ তছরুপ করা হয়েছে । সেই কারণে বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানানো হচ্ছে এবং সেই হেফাজত চলাকালীন জেলে গিয়ে জেরার আর্জি জানাচ্ছি আমরা ।"

বিচারবিভাগীয় হেফাজত দেওয়া হলেও যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় অর্পিতার জন্য সেই আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী ।

আরও পড়ুন:পার্থর সঙ্গে কোনও সম্পর্ক নেই, যা বলার ইডিকে বলেছি; অর্পিতার ভোলবদলে ধোঁয়াশা

Last Updated : Aug 5, 2022, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details