কলকাতা, 20 নভেম্বর: সারদা চিটফান্ড মামলায় (Saradha Chit Fund Case) আবারও তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ সংবাদসংস্থা আইএএনএস সূত্রের খবর, সম্প্রতি এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে এক প্রাক্তন আইপিএস (IPS) আধিকারিকের দু'টি ব্যাংক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সারদা নিয়ে ইডি, সিবিআই (CBI)-এর তদন্ত শুরু হয়েছিল প্রায় আটবছর আগে ৷ সংস্থার কর্ণাধার সুদীপ্ত সেন (Sudipto Sen) ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee) আজও সংশোধনাগারে বন্দি ৷ কিন্তু, সাম্প্রতিক অতীতে গরুপাচার, কয়লাপাচারের তদন্ত নিয়ে ইডি বা সিবিআই-এর যে তৎপরতা চোখে পড়েছে, সেই তুলনায় সারদা মামলা অনেকটাই থিতিয়ে গিয়েছিল ৷ কিন্তু, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) ঠিক আগেই আবারও সারদা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের তৎপরতা শুরু হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে ৷ বাংলার শাসক শিবিরের অভিযোগ, ভোটের আগে তাদের বেকায়দায় ফেলতেই এত উদ্যোগ ! একইসঙ্গে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) নিশানা করছে তারা ৷
সারদা মামলায় এই মুহূর্তে যিনি ইডি-এর নজরে রয়েছেন, তাঁর নাম রজত মজুমদার (Rajat Majumdar) ৷ তিনি রাজ্য পুলিশের (West Bengal Police) প্রাক্তন ডিজি ৷ পরবর্তীতে এই রজত মণ্ডলও সারদায় যোগ দেন ৷ তাঁকে সংস্থার ভাইস চেয়ারম্যানের পদ দেওয়া হয় ৷ এমনকী, রাজনীতির অঙ্গনেও সরাসরি প্রবেশ করেন এই প্রাক্তন পুলিশকর্তা ৷ নাম লেখান বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসে ৷