কলকাতা, 16 এপ্রিল : দীর্ঘদিন ধরে বন্ধ আদালতের কাজকর্ম ৷ আর্থিক সংকটের মুখোমুখি আইনজীবীরা । এই নিয়ে 13 এপ্রিল হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা । এনিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ বেঙ্গল ও রাজ্য সরকার কী করতে পারে, সেই মর্মে তাদের বক্তব্য 23 এপ্রিলের মধ্যে জানতে চাইল কলকাতা হাইকোর্ট ।
কোরোনা সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের প্রতিটি আদালতের কাজকর্ম অনিয়মিতভাবে চলছে । এরজন্য একাধিক আইনজীবী আর্থিত সংকটের মুখোমুখি হয়েছেন । আইনজীবীরা তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনকে । এরপরই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে একটি লিখিত চিঠি পাঠানো হয় কলকাতা হাইকোর্টে । সেই পরিপ্রেক্ষিতে 13 এপ্রিল কলকাতা হাইকোর্ট এটিকে জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করে জানায়, 16 এপ্রিল অর্থাৎ আজ মামলাটির শুনানি হবে ।