কলকাতা, 27 অগস্ট: শহরে বাড়ছে পরিবেশবান্ধব গাড়ি ৷ তথ্য অনুযায়ী, 2023 সালের প্রথম সাত মাসে কলকাতায় প্রায় 3 হাজার পরিবেশবান্ধব গাড়ি বিক্রি হয়েছে ৷ আরটিও বা রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস জানিয়েছে, এবছর জুলাই মাস পর্যন্ত কলকাতায় ইলেকট্রিক ভেহিকেল-সহ অন্য বিকল্প জ্বালানির গাড়ি নথিভুক্ত হয়েছে 2 হাজার 882 টি ৷ 2019 সালের পরিসংখ্যান ছিল মাত্র 694 ৷
পরিবেশবান্ধব গাড়ির কথা উঠলেই বৈদ্যুতিক যানের ব্যবহারের বিষয়টি মনে আসে ৷ গত কয়েক বছরে কলকাতায় বৈদ্যুতিক যানের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে ৷ চলতি বছরের জুলাই মাস পর্যন্ত শুধুমাত্র কলকাতাতেই 798টি ইলেকট্রিক গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে ৷ 2019 সালে 673টি হাইব্রিড গাড়ি নথিভুক্ত হয়েছিল ৷ এবছর জুলাই মাস পর্যন্তই এই সংখ্যা 926 ৷
পেট্রল ও ইথানলের সমন্বয়েও গাড়ি চালানো হয় ৷ ইলেকট্রিক গাড়ি ছাড়া এরকম গাড়িরক সংখ্যাও 2019 সালের তুলনায় বেড়েছে ৷ 2023 সালের 31 জুলাই পর্যন্ত এই সংখ্যা হয়েছে 337 টি ৷ এছাড়া কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি চালিত গাড়ির সংখ্যাও চলতি বছরে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে ৷ এই বছর এ ধরনের 52টি গাড়ি এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছে বলে খবর ৷ চলতি বছরে তরল পেট্রলিয়াম গ্যাস বা এলপিজি চালিত গাড়ির সংখ্যাও বেড়েছে শহরে ৷ জুলাই মাস পর্যন্ত নথিভুক্ত হওয়া এমন গাড়ির সংখ্যা 191 টি ৷