কলকাতা, 8 অগস্ট: আগামী 5 সেপ্টেম্বর জলপাইগুড়ির জেলার ধূপগুড়িতে উপনির্বাচন ঘোষণা হল। ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর কারণে ধূপগুড়ি বিধানসভা আসন খালি হয়ে যাওয়ায় আবার তফসিলি জাতি সংরক্ষিত ওই আসনটিতে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে ৷ বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি রায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন। 8 সেপ্টেম্বর ভোট গণনা ও ফলপ্রকাশ করা হবে ওই কেন্দ্রে।
বিষ্ণুপদ রায় পেয়েছিলেন 1 লক্ষ 46 হাজার 88 ভোট, মিতালি রায় পেয়েছিলেন 1 লক্ষ 333টি ভোট । বিষ্ণুপদ রায় পেয়েছিলেন 46 শতাংশ ভোট এবং মিতালি রায় পেয়েছিলেন 44 শতাংশ ভোট। ফলত তৃণমূল প্রার্থী তথা বিধায়ক মিতালি রায়কে হারিয়েছিলেন প্রাক্তন সেনাকর্মী বিষ্ণুপদ রায়। ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের শ্বাসকষ্টজনিত কারণে গত 25 জুলাই এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি মঙ্গলবার আরও পাঁচটি রাজ্যের বিভিন্ন আসনে উপনির্বাচনের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন:জালে মাছ নয় ফের ব্যালট বক্স, এবার জয়নগরে