পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

By-Election at Dhupguri: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি জাতীয় নির্বাচন কমিশনের - National Election Commission

আগামী 5 সেপ্টেম্বর রাজ্যে আবারও উপনির্বাচন। এবার উপনির্বাচন হবে ধূপগুড়ির 15 নম্বর বিধানসভা আসনে। এই মর্মে মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন।

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 8, 2023, 10:21 PM IST

কলকাতা, 8 অগস্ট: আগামী 5 সেপ্টেম্বর জলপাইগুড়ির জেলার ধূপগুড়িতে উপনির্বাচন ঘোষণা হল। ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর কারণে ধূপগুড়ি বিধানসভা আসন খালি হয়ে যাওয়ায় আবার তফসিলি জাতি সংরক্ষিত ওই আসনটিতে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে ৷ বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি রায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন। 8 সেপ্টেম্বর ভোট গণনা ও ফলপ্রকাশ করা হবে ওই কেন্দ্রে।

বিষ্ণুপদ রায় পেয়েছিলেন 1 লক্ষ 46 হাজার 88 ভোট, মিতালি রায় পেয়েছিলেন 1 লক্ষ 333টি ভোট । বিষ্ণুপদ রায় পেয়েছিলেন 46 শতাংশ ভোট এবং মিতালি রায় পেয়েছিলেন 44 শতাংশ ভোট। ফলত তৃণমূল প্রার্থী তথা বিধায়ক মিতালি রায়কে হারিয়েছিলেন প্রাক্তন সেনাকর্মী বিষ্ণুপদ রায়। ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের শ্বাসকষ্টজনিত কারণে গত 25 জুলাই এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি মঙ্গলবার আরও পাঁচটি রাজ্যের বিভিন্ন আসনে উপনির্বাচনের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন:জালে মাছ নয় ফের ব্যালট বক্স, এবার জয়নগরে

ঝাড়খণ্ড, ত্রিপুরা, কেরল, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এই রাজ্যগুলিতে একইদিনে উপনির্বাচন হতে চলেছে। উপনির্বাচনের জন্য 10 অগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 17 অগস্ট। 18 অগস্ট জমা পড়া মনোনয়নপত্র ঝাড়াই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 21 অগস্ট। ভোট হবে 5 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর ভোট গণনা ও ফলপ্রকাশ করা হবে। এর আগে 2021 সালের বিধানসভার 7টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 4টি ৷ তৃণমূল পেয়েছিল 3টি ৷

বিষ্ণুপদ রায় প্রয়াত হওয়ার পর শাসক-বিরোধী আসন সংখ্যা দাঁড়াল 3টি করে ৷ 2023 সালের পঞ্চয়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে জেলা পরিষদ দখল করেছে ৷ 24 টির মধ্যে সবক'টিই শাসকদলের ৷ সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ি উপনির্বাচনে পঞ্চায়েত ভোটের নিরিখে শাসকদলের অবশ্যই পাল্লা ভারী ৷ কিন্তু বিধানসভা উপনির্বচানে বিজেপি কতটা শাসককে টেক্কা দেবে, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন:বয়কট সত্ত্বেও ভোট 100 শতাংশ! তিন জায়গার পঞ্চায়েত ভাগ্য অমৃতা সিনহার হাতে

ABOUT THE AUTHOR

...view details