কলকাতা, 18 মে : কলকাতায় অশান্তির জেরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । অমিত শাহ'র রোড শোকে কেন্দ্র করে হওয়া অশান্তি জেরে অতিরিক্ত সর্তকতা কমিশনের । আজ একথা জানালেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক । বললেন, “সব বন্দোবস্ত নেওয়া হয়ে গেছে । কলকাতায় অশান্তির জেরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ।"
কলকাতায় অশান্তির জেরে বিশেষ ব্যবস্থা, জানালেন অজয় নায়েক
অমিত শাহ'র রোড শো ঘিরে অশান্তি হয়েছিল । ভাঙা হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি । এই ঘটনা সপ্তম দফার ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কমিশন । নির্বাচন কমিশন সূত্রে খবর, এই কারণে বিশেষ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ।
BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ'র রোড শো'কে কেন্দ্র করে অশান্তি হয় । সর্বভারতীয় স্তরে নজর কাড়ে বিষয়টি । গোটা দেশ দেখে ইট ছোড়ার দৃশ্য । বিদ্যাসাগর কলেজের গেটের সামনেও অশান্তি হয় । তারপরই সামনে আসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টি । যা সপ্তম দফার নির্বাচনে একটি ইশুতে পরিণত হয়েছে । ঘটনা নিয়ে দোষারোপ পালটা দোষারোপের পালা এখনও বন্ধ হয়নি । এই ঘটনার জেরে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তাভাবনা করে নির্বাচন কমিশন ।
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টিকে নির্বাচন কমিশন ভালোভাবে নেয়নি তা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছিলেন সুদীপ জৈন । ঘটনার জেরে সরানো হয় আমহার্ট স্ট্রিট থানার OC-কেও । উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে রাখা হচ্ছে 147 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । 178 টি কুইক রেসপন্স টিম কাজ করবে আগামীকালের নির্বাচনে ।