কলকাতা, 18 জানুয়ারি:গত বছর 20 ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল মানিকতলার বিধায়ক তথা তৎকালীন ক্রেতাসুরক্ষা দফতরের সাধন পান্ডের । এরপর এক বছরের কাছাকাছি সময় অতিবাহিত হলেও উপনির্বাচন ঘোষণা হয়নি । এ দিকে, গত 29 ডিসেম্বর মৃত্যু হয় রাজ্যের খাদ্যপ্রক্রিয়াকরণ এবং উদ্যান প্রতিপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার । বুধবার সাগরদিঘির উপনির্বাচন ঘোষণা হলেও ব্রাত্য থাকল মানিকতলা । এ দিন নির্বাচন কমিশনের (EC announces Bye election in Sagardighi) তরফ থেকে ঘোষণা করা হয় আগামী 27 ফেব্রুয়ারি সাগরদিঘি (Sagardighi Bye Election) বিধানসভার উপনির্বাচন ।
যদিও নির্বাচন কমিশনের কোনও লিখিত নিয়ম নেই, তবে কোনও বিধানসভার বিধায়কের মৃত্যুর 6 মাসের মধ্যেই উপনির্বাচন ঘোষণা করা হয় । এ ক্ষেত্রে অবশ্য সে পথে হাঁটা হয়নি । এ ক্ষেত্রে সাধন পাণ্ডের মৃত্যুর কারণে দীর্ঘদিন মানিকতলার মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন । তা সত্ত্বেও কেন মানিকতলার উপনির্বাচন ঘোষণা হল না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে । তাৎপর্যপূর্ণ বিষয় হল, ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও এই উপনির্বাচন নিয়ে একটি বাক্যও খরচ করেনি নির্বাচন কমিশন ।
প্রসঙ্গত, মানিকতলা নিয়ে এই মুহূর্তে একটা জটিলতা রয়েছে আদালতে । 2021 সালের বিধানসভা নির্বাচনের পর গণনায় কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে । সেই মামলা এখনও আদালতে বিচারাধীন । মনে করা হচ্ছে, যেহেতু সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি, সে কারণেই মানিকতলার ক্ষেত্রে উপনির্বাচন ঘোষণা করেনি নির্বাচন কমিশন ।