পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রথযাত্রায় বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল - bandel station

রথ ও উলটো রথে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল । হাওড়া থেকে শেওড়াফুলি ও ব্যান্ডেল থেকে কাটোয়া স্টেশনের মধ্য়ে চলবে এই বিশেষ ট্রেন ।

লোকাল ট্রেন

By

Published : Jul 3, 2019, 11:33 PM IST

কলকাতা, 3 জুলাই : রথ ও উলটো রথের দিন হাওড়া ও ব্যান্ডেল থেকে বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল । শ্রীরামপুরের মাহেশ ও গুপ্তিপাড়ায় রথযাত্রা উপলক্ষ্যে দর্শনাথীদের ঢল নামে । রথ ও উলটো রথের দিন অতিরিক্ত যাত্রী পরিবহনে পূর্ব রেল একটি EMUU স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে । ট্রেনগুলি আগামীকাল রথের দিন ও 7 জুলাই উলটো রথের দিন চলবে।

এই দুই দিন হাওড়া থেকে শেওরাওফুলি, এবং ব্যান্ডেল থেকে কাটোয়া স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে EMUU স্পেশাল ট্রেনটি চলবে ।

হাওড়া ও শেওরাফুলির মধ্যে স্পেশাল ট্রেনটি 16:05 মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং 16:43 মিনিটে শেওরাফুলি পৌঁছাবে । পাশাপাশি ডাউন স্পেশাল ট্রেনটি 16:55 মিনিটে শেওরাফুলি থেকে রওনা হবে এবং 17:33 মিনিটে হাওড়া পৌঁছাবে। আপ ও ডাউন ট্রেনটি সবকটি স্টেশনে থামবে।

ব্যান্ডেল ও কাটোয়ার মধ্যে স্পেশাল ট্রেনটি ব্যান্ডেল স্টেশন থেকে 14:00 মিনিটে ছেড়ে কাটোয়া স্টেশনে 16:20 মিনিটে পৌঁছাবে। ডাউন ট্রেনটি কাটোয়া থেকে 18:05 মিনিটে ছেড়ে 20:20 মিনিটে ব্যান্ডেল পৌঁছাবে। আপ ও ডাউন ট্রেনটি সবকটি স্টেশনে থামবে।

ABOUT THE AUTHOR

...view details