কলকাতা, 23 মে : 1 জুন থেকে কয়েকটি স্পেশাল ট্রেন পরিষেবা দেবে পূর্ব রেল । তাই যাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকটি স্টেশনে রিজ়ার্ভেশন টিকিট বুকিং কাউন্টার খুলে দিল পূর্ব রেল । পাশাপাশি যাত্রীরা এজেন্ট মারফতও টিকিট কাটতে পারবেন বলে রেলের তরফে জানানো হয়েছে ।
লকডাউনের ফলে দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল ট্রেন পরিষেবা । তবে, আগামী মাস থেকে ধাপে ধাপে ট্রেন পরিষেবা চালু হতে চলেছে । ইতিমধ্যে শ্রমিক স্পেশাল ট্রেন ও অন্যান্য স্পেশাল ট্রেন চালু হয়েছে । তাছাড়া আগামী মাস থেকে আরও 200 টি স্পেশাল ট্রেন চালু হবে । তাই যাত্রীদের সুবিধার জন্য বেশ কয়েকটি স্টেশনে রিজ়ার্ভেশন টিকিট বুকিং কাউন্টার খুলে দিয়েছে পূর্ব রেল ।
যে স্টেশনগুলিতে রিজ়ার্ভেশন টিকিট বুকিং কাউন্টার খোলা হয়েছে সেগুলি হল-
- ডিভিশন - মালদা
- স্টেশনের নাম - মালদা টাউন, সাহেবগঞ্জ, ভাগলপুর, জামালপুর ও নিউ ফরাক্কা
মালদা ডিভিশনের এই স্টেশনগুলিতে ডবল শিফটে টিকিট কাউন্টার খোলা থাকবে ।
- ডিভিশন - আসানসোল
- স্টেশনের নাম - দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, জসিডি ও বৈদ্যনাথ ধাম ।