কলকাতা , 13 জুন : পূর্ব রেলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেশাল ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হল । পূর্ব রেল সূত্রে খবর , কয়েকটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ছাড়ার ও গন্তব্য স্টেশনে পৌঁছানোর সময় পরিবর্তিত করা হয়েছে ।
আগামী 16 জুন থেকে পরিবর্তিত সময়সূচি মেনেই ট্রেনগুলি চলাচল করবে । যদিও ওই ট্রেনগুলি যে স্টেশনগুলিতে থামে , সেখানেই থামবে । সে ক্ষেত্রে কোনও রদবদল হয়নি ।
কোন কোন স্পেশাল ট্রেনের সমসূচি পরিবর্তিত হল , দেখে নেওয়া যাক...
- 02301 আপ হাওড়া নিউ দিল্লি AC স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে বিকেল 5.05 মিনিটে ছাড়ার পরিবর্তে বিকেল 4.45 মিনিটে ছাড়বে ।
- 02302 ডাউন নিউ দিল্লি হাওড়া AC স্পেশাল ট্রেনটি সকাল 10.05 মিনিটের বদলে সকাল 10.30 তে হাওড়া পৌঁছাবে ।
- 02303 আপ হাওড়া-নিউ দিল্লি স্পেশাল ট্রেন । এই ট্রেনটি পাটনা হয়ে যাতায়াত করে । ট্রেনটি সকাল 8টার বদলে সকাল 7.45 মিনিটে হাওড়া পৌঁছাবে ।
- 02304 ডাউন নিউ দিল্লি-হাওড়া স্পেশাল এই ট্রেনটি পাটনা হয়ে যাতায়াত করে । এই ট্রেনটি বিকেল 5:30-র বদলে 5:15-এ হাওড়া পৌঁছাবে ।
- 02381 আপ হাওড়া-নিউ দিল্লি স্পেশাল ট্রেন গোয়া হয়ে যাতায়াত করে । ট্রেনটি সকাল 8:15 মিনিটের বদলে সকাল 8টার সময় হাওড়া থেকে ছাড়বে ।
- 02382 নিউ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেন । এই ট্রেনটি গোয়া হয়ে যাতায়াত করে । ট্রেনটি বিকেল 5.15 মিনিটের পরিবর্তে বিকেল 5.30 মিনিটে হাওড়া পৌঁছাবে ।
- 02023 আপ হাওড়া-পাটনা স্পেশাল ট্রেন । ট্রেনটি হাওড়া থেকে 2.45 মিনিটে ছাড়ার বদলে 2.30 মিনিটে ছাড়বে ।
- 02024 ডাউন পাটনা হাওড়া স্পেশাল ট্রেন 1.25 এর বদলে 1.35 মিনিটে হাওড়া পৌঁছাবে ।
- 02307 আপ হাওড়া-যোধপুর স্পেশাল ট্রেন । ট্রেনটি হাওড়া থেকে 11:40 মিনিটের বদলে 11:25 মিনিটে ছাড়বে ।
- 02308 ডাউন যোধপুর-হাওড়া স্পেশাল ট্রেনটি সকাল 4.15 মিনিটের বদলে সকাল 4.30 তে হাওড়া পৌঁছাবে ।
- 02377 আপ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন । ট্রেনটি 11.20 মিনিটের বদলে 11টার সময় শিয়ালদা থেকে ছাড়বে ।
- 02378 ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা স্পেশাল ট্রেন । ট্রেনটি 6.45 মিনিটের বদলে 7.05 মিনিটে শিয়ালদায় পৌঁছাবে ।
অন্যদিকে , চৌরঙ্গির প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেম (PRS) কাউন্টারটি আগামী তিনদিন বন্ধ থাকবে । কাউন্টারটি আগামী 13 জুন থেকে 15 জুন পর্যন্ত বন্ধ থাকবে । 16 জুন থেকে পুনরায় চালু হয়ে যাবে চৌরঙ্গির PRS কাউন্টার ।
প্রসঙ্গত , কয়েকদিন আগেই যাত্রীদের স্ক্রিনিং ও স্বাস্থ্য বিধি সঠিকভাবে পালন করতে পূর্ব রেলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেশাল ট্রেনের স্টপেজ পরিবর্তন করা হয়েছিল । এরপর গতকাল পূর্ব রেলের কয়েকটি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হল ।