পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষক বিক্ষেভের জেরে বাতিল আরও ট্রেন - Farmer agitation

পঞ্জাবে কৃষি বিক্ষোভের জেরে মূলত শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে অমৃতসরগামী ও অমৃতসর থেকে শিয়ালদা আসা স্পেশাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে । সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব রেল কয়েকটি স্পেশাল ট্রেন চালু করেছে ।

Train
ট্রেন

By

Published : Dec 12, 2020, 6:48 AM IST

কলকাতা , 12 ডিসেম্বর : কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । বিক্ষোভের জেরে আগেও কয়েকটি ট্রেন বাতিল হয়েছিল । আরও একবার পূর্ব রেলের কয়েকটি ট্রেন বাতিল করা হল । তবে , যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটি স্পেশাল ট্রেন চালু করেছে দক্ষিণ-পূর্ব রেল ।

পঞ্জাবে কৃষি বিক্ষোভের জেরে মূলত শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে অমৃতসরগামী ও অমৃতসর থেকে শিয়ালদা আসা স্পেশাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে । এক নজরে পূর্ব রেলের বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা :

02357 কলকাতা-অমৃতসর স্পেশাল ট্রেনটি 12 ডিসেম্বর ছাড়বে । তবে আম্বালা ক্যান্টনমেন্ট জংশনে ট্রেনটির যাত্রা সংক্ষিপ্ত করা হবে ।
02379 শিয়ালদা-অমৃতসর স্পেশাল ট্রেনটি 11 ডিসেম্বর ছাড়ার কথা ছিল । ট্রেনটি বাতিল করা হয়েছে ।
02380 অমৃতসর-শিয়ালদা স্পেশাল ট্রেন 13 ডিসেম্বর ছাড়ার কথা ছিল । এই ট্রেনটিও বাতিল করা হয়েছে ।

আরও পড়ুন , কৃষক বিক্ষোভের জের, বাতিল বেশ কয়েকটি ট্রেন


অন্যদিকে , যাত্রী ভিড় সামাল দিতে আবারও কয়েকটি মেল ও এক্সপ্রেস স্পেশাল ট্রেন চালু করল দক্ষিণ-পূর্ব রেল । এক নজরে ট্রেনগুলির তালিকা:

08011 হাওড়া-আদ্রা-চক্রধরপুর স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে প্রতিদিন রাত 12 টা 5 মিনিটে ছাড়বে । ওই একই দিনে চক্রধরপুর পৌঁছাবে সকাল 9 টা 20 মিনিটে । 14 ডিসেম্বর থেকে ট্রেনটি ছাড়ার কথা রয়েছে ।
08012 চক্রধরপুর-আদ্রা-হাওড়া স্পেশাল ট্রেনটি চক্রধরপুর থেকে প্রতিদিন বিকেল 6 টা 25 মিনিটে ছাড়বে ও পরের দিন ভোর 4.30 মিনিটে হাওড়া পৌঁছাবে ।

08013 হাওড়া-আদ্রা-বোকারো স্টিল সিটি স্পেশাল ট্রেনটি 14 ডিসেম্বর থেকে প্রতিদিন হাওড়া থেকে রাত 12 টা 15 মিনিটে ছাড়বে । ট্রেনটি একই দিনে সকাল 8 টা 45 মিনিটে বোকারো স্টিল সিটি পৌঁছাবে । অন্যদিকে , 08014 বোকারো স্টিল সিটি স্পেশাল ট্রেন বোকারো স্টিল সিটি থেকে 14 ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধে 7 টা 30 মিনিটে ছাড়বে । ট্রেনটি পরের দিন ভোর 4 টে 30 মিনিটে হাওড়া পৌঁছাবে ।

ABOUT THE AUTHOR

...view details