কলকাতা, 16 মার্চ : কোরোনা ভাইরাসের মারণ থাবার কবলে সারা বিশ্ব । সর্বত্র মানুষ আতঙ্কে ভুগছেন ৷ কিন্তু কীভাবে ছড়াচ্ছে এই ভাইরাস, তা নিয়ে রয়েছে ভিন্ন মত ৷ তবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে কোনও জনবহুল জায়গায় না যাওয়াই শ্রেয় ৷ এদিকে প্রয়োজনে মানুষকে প্রতিদিন রাস্তায় বেরোতেই হচ্ছে ৷ সবসময় ভিড় এড়ানো সম্ভব নয় । রোজ হাজার হাজার মানুষকে গণপরিবহনও ব্যবহার করতে হচ্ছে। লাখ লাখ যাত্রী প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন ।
পূর্ব রেল সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশানুসারে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও ট্রেন এখন চলাচল করবে না । দুটি ট্রেন মৈত্রী ও বন্ধন এই দু'দেশের মধ্যে চলাচল করে, তা এপ্রিলের 15 তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
কোরোনা মোকাবেলায় পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেল চলতি মাসের প্রথম থেকেই সচেতনতামূলক নানা পদক্ষেপ করেছে । আরও নিখুঁত ও বৃহৎভাবে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে ট্রেনে ও স্টেশনগুলিতে । পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে ৷
1) কোনও AC কোচে গায়ের চাদর বা কম্বল দেওয়া হবে না ৷
2) পাশাপাশি AC কোচগুলির সমস্ত পর্দা সরিয়ে ফেলা হবে ৷