কলকাতা, 21 মার্চ : জনতা কারফিউ-র জন্য আগামীকাল বাতিল করা হয়েছে দূরপাল্লার সমস্ত ট্রেন । তাই যেসব যাত্রীরা প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেমের মাধ্যমে টিকিট কেটেছেন তা বাতিল করার জন্য তাঁদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের তরফে । স্টেশন ও প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় কম রাখতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ।
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনতা কারফিউর ডাক দিয়েছেন । সকাল 7 টা থেকে রাত 9 টা পর্যন্ত পালিত হবে এই কারফিউ । তাই আগামীকাল সমস্ত দূরপাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে । এই দূরপাল্লার যাত্রীরা ট্রেনের টিকিট বাতিল করার জন্য স্টেশন বা প্ল্যাটফর্মে এসে যাতে ভিড় না করে তার জন্য বিশেষ ব্যবস্থা নিল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল । তবে, এই বিশেষ ব্যবস্থা তারাই পাবে যারা প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেমের মাধ্যমে টিকিট কেটেছেন । রেলের তরফে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে টিকিট বাতিলের এই প্রক্রিয়া ।