কলকাতা, 27 অক্টোবর : বল নিয়ে মাঠে নেমে পড়ল ইস্টবেঙ্গল । আজ দলের অন্যতম সহকারী কোচ রেনেডি সিংয়ের অধীনে অনুশীলন করলেন দলের বেশ কয়েকজন ভারতীয় ফুটবলার । 16 অক্টোবর গোয়ায় পা দেওয়ার পর এই প্রথমবার বল নিয়ে মাঠে নামল ইস্টবেঙ্গল । কোচ রবি ফাওলারের বাধ্যতামূলক স্বেচ্ছানির্বাসন চলছে । এরমধ্যে যেসব ফুটবলারের কোয়ারানটিনের মেয়াদ শেষ হয়েছে তাদের নিয়েই রেনেডি সিং মাঠে নামলেন ।
বল নিয়ে নাড়াচাড়ার চেয়ে ফিজ়িকাল ফিটনেসের উপর জোর দেওয়া হয়েছে । ইতিমধ্যে দলের কোচিং ব্রিগেডের অন্যতম সদস্য গ্র্যান্ট বলেন, ঘরবন্দী থাকলেও ফুটবলারদের নির্দিষ্ট ট্রেনিং শিডিউল দেওয়া হয়েছে । সেভাবেই তাঁরা তৈরি হচ্ছেন । ISL-এ দলের ভালো পারফরম্যান্সের ব্যাপারে তিনি আশাবাদী । এদিকে লাল হলুদ শিবিরে এখন T-20 মেজাজে ইনিংস গোছানোর তৎপরতা । এবং সেই কাজে নেতৃত্বে অবশ্যই কোচ রবি ফাওলার । নভেম্বর মাসের 20 তারিখ ISL-এ বল গড়াবে । শোনা যাচ্ছে প্রথম পর্বের শেষভাগে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে । তাহলেও হাতে একমাসের কম সময় । রবি ফাওলার সহ দলের সিংহভাগ বিদেশি ব্রিগেডের স্বেচ্ছা নির্বাসন পর্ব এই মাসের শেষ দিন অতিক্রান্ত হবে । ফলে ইস্টবেঙ্গল অনুশীলন পুরোদমে শুরু করবে আগামী মাসের শুরুতে ।