পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

East Bengal Foundation Day: লাল-হলুদ মঞ্চে ভারত গৌরব সম্মান উঠবে লিয়েন্ডার-ঝুলনের হাতে - Eastbengal Foundation Day

103 বছরে জন্মদিন উপলক্ষ্যে জাকজমকপূর্নভাবে উদযাপন করতে চায় ইস্টবেঙ্গল (East Bengal Foundation Day)।

Eastbengal Foundation Day Update
লাল হলুদ মঞ্চে ভারত গৌরব সম্মান উঠবে লিয়েন্ডার ঝুলনের হাতে

By

Published : Aug 1, 2022, 1:39 PM IST

Updated : Aug 1, 2022, 2:20 PM IST

কলকাতা, 1 অগস্ট: কোভিড বিধিনিষেধের গণ্ডি সরিয়ে ইস্টবেঙ্গলে এবার প্রতিষ্টা বার্ষিকী পালন (Eastbengal Foundation Day)। 103 বছরে পা দিল লাল-হলুদ । একশো বছরের জন্মদিন উপলক্ষ্যে বছরভর অনুষ্ঠানে বাধা হয়েছিল করোনা ভাইরাস । সমাপ্তি অনুষ্ঠান সেভাবে করা যায়নি । তবে এবার 103তম জন্মদিন জাকজমকপূর্নভাবে করতে চায় ইস্টবেঙ্গল ।

দিনভর অনুষ্ঠান । সকালে প্রতিষ্ঠাতা সদস্য সুরেশচন্দ্র মজুমদারের ছবিতে মাল্যদান এবং পতাকা উত্তোলন । তারপর ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলন । সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । জন্মদিন উপলক্ষে গত কয়েকদিন ধরেই আলোকমালায় সাজানো হয়েছে । বাজছে সানাই । সব অর্থেই উৎসবের মেজাজ ।

সেজে উঠেছে ইস্টবেঙ্গল

তারমধ্যে চলছে নতুন মরশুমের দলগঠনের কাজ । কোচ হিসেবে স্টিফেন কনস্ট্যান্টাইন যুক্ত হয়েছেন । আসন্ন কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের জন্য দলের দায়িত্বে বিনো জর্জ । তিনি শহরে চলে এসেছেন। 4 অগষ্ট থেকে অনুশীলন শুরু । আইএসএলে স্টিফেন কনস্ট্যান্টাইনের সহকারী হিসেবে কাজ করবেন বিনো জর্জ । লগ্নিকারী ইমামি গ্রুপের সঙ্গে বহু প্রতিক্ষিত চুড়ান্ত চুক্তি সই মঙ্গলবার শহরের নামজাদা হোটেলে হবে । তাই সবদিক থেকেই ফিলগুড পরিবেশ লেসলি ক্লডিয়াস সরণিতে ।

আরও পড়ুন: লাল-হলুদ জার্সির ঐতিহ্য এখনও বুঝে উঠতে পারেননি চিমারা, আক্ষেপ প্রাক্তনদের

সোমবার ক্লাবের জন্মদিনের মূল অনুষ্ঠান বিকেলে । ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভারত গৌরব সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজ এবং ঝুলন গোস্বামী । রমেশ চন্দ্র সেন ও ব্যোমকেশ বসু জীবন কৃতি সম্মান পাচ্ছেন গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্ত । সেরা রেফারি পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল সম্মান দুই রেফারি সুপ্রিয় ভট্টাচার্য ও তপন হালদারের হাতে উঠছে । সেরা সাংবাদিকের পুরস্কার পাচ্ছেন এলপি শাহি এবং সেরা চিত্র সাংবাদিক সুবীর মজুমদার ।

Last Updated : Aug 1, 2022, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details