পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাত ম্যাচ পর হার ইস্টবেঙ্গলের, শীর্ষে মুম্বই

রক্ষণভাগে রাজু গায়কোয়াড়ের চোট ফাওলারের সমস্যা বাড়িয়েছে । যা ঢাকার ক্ষমতা সুরচন্দ্র, রানা ঘরামিদের নেই।মাঝমাঠে মিলন সিং ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব সফলভাবে পালন করতে ব্যর্থ।

ISL
ছবি

By

Published : Jan 22, 2021, 10:13 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : সাত ম্যাচ পর পরাজয়ের ধাক্কা লাল হলুদ ব্রিগেডে । ফের ইস্টবেঙ্গল কে হারাল মুম্বই সিটি। ম্যাচের ফল সের্গেই লোবেরোর দলের পক্ষে 1-0 । গোলদাতা মুর্তাদা ফলের । 29পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে জাকিয়ে বসল মুম্বই সিটি । 12পয়েন্ট নিয়ে এগারো নম্বরে ইস্টবেঙ্গল ।

27মিনিটে মুর্তাদা ফলের গোলের সময় ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের অসহায় অবস্থান বোঝাপড়ার অভাব প্রকট করে । চলতি আইএসএলে একাধিকবার লাল হলুদ রক্ষণ ছোট ভুলে বড় ধাক্কার শিকার হচ্ছে । যা সামলানো কঠিন হয়ে পড়ছে ।

রবি ফাওলারের দলের মেরুদন্ড দাড়িয়ে বিদেশি ফুটবলারদের ভালো পারফরম্যান্সে । গত তিন ম্যাচে সেই পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব । এই খামতি দূর হয় দলের ভারতীয় ফুটবলারদের মরিয়া পারফরম্যান্সে।কিন্তু সেখানে ফাওলারের অবস্থা মাথা ঢাকলে পা বেরিয়ে যাওয়ার । আক্রমনভাগে হরমনপ্রীতের উপস্থিতি বোঝা যায় জার্সি নম্বরে । ফলে প্রতিপক্ষ রক্ষণ সহজেই তাকে বোতলবন্দী করে ফেলছে । যার ফল ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে । পরিবর্ত অ্যারন হ্যালোওয়ের ভাসানো সেন্টার থেকে সহজ গোল করতে ব্যর্থ হলেন । জেজে উপযুক্ত পরিবর্ত হতে পারতেন । কিন্তু তার খেলায় সুর্যাস্তের ছায়া ।

রক্ষণভাগে রাজু গাইকোয়াড়ের চোট ফাওলারের সমস্যা বাড়িয়েছে । যা ঢাকার ক্ষমতা সুরচন্দ্র, রানা ঘরামিদের নেই।মাঝমাঠে মিলন সিং ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব সফলভাবে পালন করতে ব্যর্থ।
সমস্যা জর্জরিত প্রতিপক্ষের বিরুদ্ধে সের্গিয়ো লোবেরার ছেলেরা দাপট দেখাবেন তা প্রত্যাশিত। বার্তোলোমেউ ওগবেচে,উগো বুমোস,ফন্ড্রেদের পাসের ফুলঝুরি আটকালেও রক্ষণের ক্ষণিকের ভুলে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছিল।

আরও পড়ুন : টিম ইন্ডিয়া নয়, নিজেদের পারফরম্যান্সই অনুপ্রেরণা ইস্টবেঙ্গলের

ফাওলারের বড় শক্তি পিলকিংটনের দূরপাল্লার শট এবং ব্রাইটের স্কিল। প্রথম জনের নৈপুণ্যের ঝলক এখনও চোখে পড়েনি। ব্রাইটের স্কিল অনেক সময় অতিরিক্ত ব্যবহারে নিষ্প্রভ। তবুও পরিবর্ত হিসেবে মাঠে নামার পরে ইস্টবেঙ্গলের খেলায় ঝাজ বাড়ল।

প্রথম পর্বে মুম্বই সিটির বিরুদ্ধে তিন গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় পর্বে আবার পরাজয়। সাত ম্যাচ পরে হারের ধাক্কা। আইএসএলে নারায়ন দাসের শততম ম্যাচের কীর্তি হারের অন্ধকার।

ABOUT THE AUTHOR

...view details