কলকাতা, 22 জানুয়ারি : সাত ম্যাচ পর পরাজয়ের ধাক্কা লাল হলুদ ব্রিগেডে । ফের ইস্টবেঙ্গল কে হারাল মুম্বই সিটি। ম্যাচের ফল সের্গেই লোবেরোর দলের পক্ষে 1-0 । গোলদাতা মুর্তাদা ফলের । 29পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে জাকিয়ে বসল মুম্বই সিটি । 12পয়েন্ট নিয়ে এগারো নম্বরে ইস্টবেঙ্গল ।
27মিনিটে মুর্তাদা ফলের গোলের সময় ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের অসহায় অবস্থান বোঝাপড়ার অভাব প্রকট করে । চলতি আইএসএলে একাধিকবার লাল হলুদ রক্ষণ ছোট ভুলে বড় ধাক্কার শিকার হচ্ছে । যা সামলানো কঠিন হয়ে পড়ছে ।
রবি ফাওলারের দলের মেরুদন্ড দাড়িয়ে বিদেশি ফুটবলারদের ভালো পারফরম্যান্সে । গত তিন ম্যাচে সেই পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব । এই খামতি দূর হয় দলের ভারতীয় ফুটবলারদের মরিয়া পারফরম্যান্সে।কিন্তু সেখানে ফাওলারের অবস্থা মাথা ঢাকলে পা বেরিয়ে যাওয়ার । আক্রমনভাগে হরমনপ্রীতের উপস্থিতি বোঝা যায় জার্সি নম্বরে । ফলে প্রতিপক্ষ রক্ষণ সহজেই তাকে বোতলবন্দী করে ফেলছে । যার ফল ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে । পরিবর্ত অ্যারন হ্যালোওয়ের ভাসানো সেন্টার থেকে সহজ গোল করতে ব্যর্থ হলেন । জেজে উপযুক্ত পরিবর্ত হতে পারতেন । কিন্তু তার খেলায় সুর্যাস্তের ছায়া ।