পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নতুন সপ্তাহে মিটতে পারে ইস্টবেঙ্গল-বিনিয়োগ সংস্থার জট

চুক্তি পত্রে পরিবর্তনের মধ্যে দিয়ে ক্লাবের দাবি মানার বিষয়টি খতিয়ে দেখবেন বিনিয়োগ সংস্থার আইনজীবীরা ৷ তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে এখনই বিচ্ছেদের কথা ভাবতে চাইছেন না কোনও পক্ষই ৷

ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল

By

Published : Apr 3, 2021, 9:18 PM IST

কলকাতা, 3 এপ্রিল : ইস্টবেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট ডাক্তার প্রণব দাশগুপ্তের সঙ্গে বিনিয়োগ সংস্থার সিইও শিবাজী সমাদ্দারের বৈঠকে চুক্তি জটিলতা কাটার ইঙ্গিত । ইতিমধ্যে দুই পক্ষ জানিয়েছে আলোচনা যথেষ্ট আশাপ্রদ । শুক্রবারের এই বৈঠকের নির্যাস নিয়ে বিনিয়োগ সংস্থা ক্লাবের মনোভাব বুঝতে চাইবেন । ঠিক কোন জায়গায় জটিলতা তা বোঝার চেষ্টা থাকবে ।

বিনিয়োগ সংস্থার কর্ণধার হরিমোহন বাঙ্গুর নিজে এই মুহূর্তে কলকাতায় রয়েছেন । আগামী সপ্তাহেও তিনি থাকবেন । তার আগে এই সমস্যা মেটানোর চেষ্টা করা হবে । মৌ চুক্তি পত্রের সঙ্গে চুড়ান্ত চুক্তি পত্রের বেশকিছু জায়গায় অমিল রয়েছে বলে ইতিমধ্যে ক্লাবের তরফে বলা হয়েছে । তা ঠিক করে নিলে ক্লাবের স্বাক্ষর করতে অসুবিধা নেই বলে শীর্ষ কর্তা দেবব্রত সরকার ইতিমধ্যে জানিয়েছেন ।

এটা ঠিক আইএসএলে খেলার জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিয়োগ সংস্থা চুক্তি করলেও সংস্থার কর্ণধারের সঙ্গে বৈঠক হয়নি । যদিও তারা পুরো বিষয়টি সম্বন্ধে অবহিত ছিলেন । বিনিয়োগ সংস্থার কর্ণধার হরিমোহন বাঙ্গুর ইতিমধ্যে বলেছেন মৌ চুক্তি পত্র এবং চুড়ান্ত চুক্তি পত্রে কোনও তফাৎ নেই । এখন চুড়ান্ত স্বাক্ষরের বিষয়টি ক্লাবের ওপর নির্ভর করছে ।

আরও পড়ুন : সমাধানের আশ্বাসের মধ্যেও ইস্টবেঙ্গল-বিনিয়োগকারী সম্পর্কে কাঁটা

এরপর দিন যত এগিয়েছে ততই দুপক্ষের অবস্থানে বদল এসেছে । এমনকি এসসি ইস্টবেঙ্গলের সিইও ক্লাবের দীপকজ্যোতি অনুষ্ঠানে এসে বিনিয়োগ সংস্থা সৌহার্দ্যের বার্তা দিতে চেয়েছে । তার ফলশ্রুতিতে শুক্রবারের বৈঠক । ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের নির্যাস নিয়ে সোমবার শিবাজী দাশগুপ্ত বিনিয়োগ সংস্থাকে জানাবেন । তারপর চুক্তি পত্রে পরিবর্তনের মধ্যে দিয়ে ক্লাবের দাবি মানার বিষয়টি খতিয়ে দেখবে বিনিয়োগ সংস্থার আইনজীবীরা । তারপর যা সিদ্ধান্ত । তবে বিচ্ছেদ নয়, একজোট হয়ে চলার পক্ষে দুই পক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details