কলকাতা, 4 ফেব্রুয়ারি : অবশেষে দীর্ঘ টালবাহানার পর চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা । এই মাসের 13 তারিখে উদ্বোধনের দিন ঠিক হয়েছে । চালু হবে প্রথম পর্যায়ের পরিষেবা । প্রথম ধাপের উদ্বোধনের পর শুরু হবে পরবর্তী কাজ ৷ কলকাতা মেট্রো রেলের প্রধান জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, "সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত উদ্বোধন হয়ে গেলে পরের ধাপে ফুলবাগান স্টেশনে ট্রায়াল রান শুরু হবে । সব কিছু ঠিক থাকলে তিন থেকে চার মাসের মধ্যে সম্ভবত খুলে যাবে ফুলবাগান মেট্রো স্টেশন ।" দ্বিতীয় ধাপে মেট্রো ছুটবে ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ।
ফুলবাগানের পরের স্টেশনটিই হল শিয়ালদা । এখানে একটি 'Y' ক্রসিং রয়েছে যেটি দিয়ে গাড়িটিকে ইউ টার্ন বা ঘুরিয়ে নিয়ে আসা হবে । প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মোট 5.8 কিলোমিটার চলবে মেট্রো । প্রথম ধাপে শুরু হবে মোট 6টি স্টেশনে মেট্রো চলাচল ৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মোট 6টি স্টেশন পেরোতে সময় লাগবে প্রায় 14 মিনিট । সম্পূর্ণরূপে তৈরি হলে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত একবারে মোট 16.5 কিলোমিটার চলাচল করবে ।