পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরনে সবুজ-মেরুন জার্সি, ইস্টবেঙ্গলের শতবর্ষের গেট ভাঙল একদল যুবক - Mohunbagan

কলকাতা ময়দানের চির প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান-ইস্টবেঙ্গল । দল নিয়ে সমর্থকদের উল্লাস প্রতিহিংসায় পরিণত হয়েছে এমন নজির কম নয় । তবে, আজ অন্য চিত্র দেখল শহরবাসী । গোষ্ঠপাল সরণি ও লেসলি ক্লডিয়াস সরণির সংযোগস্থানে ইস্টবেঙ্গলের অস্থায়ী শতবর্ষের গেট ভাঙল সবুজ-মেরুন জার্সি পরিহিত একদল যুবক ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Aug 8, 2019, 10:18 PM IST

Updated : Aug 8, 2019, 11:10 PM IST

কলকাতা, 8 অগাস্ট : গোষ্ঠপাল সরণি ও লেসলি ক্লডিয়াস সরণির সংযোগস্থানে ইস্টবেঙ্গলের অস্থায়ী শতবর্ষের গেট ভাঙল সবুজ-মেরুন জার্সি পরিহিত একদল যুবক । ঘটনার প্রতিবাদে সরব ক্রীড়ামহলের সকলেই ।

কলকাতা ময়দানের চির প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান-ইস্টবেঙ্গল । দল নিয়ে সমর্থকদের উল্লাস প্রতিহিংসায় পরিণত হয়েছে এমন নজির কম নয় । তবে, আজ অন্য চিত্র দেখল শহরবাসী । ডুরান্ড কাপে মোহনবাগান- ATK ম্যাচ শেষে ফেরার সময় এই ঘটনা ঘটে । যারা ভাঙচুর চালায় তাদের সবুজ-মেরুন জার্সিতে দেখা যায় । ঘটনাটির তীব্র নিন্দা করেছেন মোহনবাগান কর্তারা । সহসচিব সৃঞ্জয় বসু বলেছেন, "সবুজ মেরুন জার্সি পরে কিছু লোক এই কাজ করেছে । যাদের সঙ্গে ক্লাবের কোনও সম্পর্ক নেই । সমর্থন নেই । সেকারণে ময়দান থানায় অভিযোগ জানিয়ে এই নিন্দনীয় কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছি ।"

দেখুন ভিডিয়ো

এবিষয়ে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষস্থানীয় কর্তা দেবব্রত সরকার বলেন, "এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি । এই কাজ নিন্দনীয়, নিকৃষ্টজনক । যারা এই কাজ করেছে তারা কোনও ক্লাবের সমর্থক হতে পারে না । ফুটবল প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা এদের নেই । প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি সকলকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক । একই সঙ্গে ইস্টবেঙ্গল জনতার কাছে আবেদন, আগামীকাল নিজেদের ক্লাবের খেলা দেখতে এসে কোনও প্ররোচনায় পা দেবেন না ।"

Last Updated : Aug 8, 2019, 11:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details