পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রাও FC-র বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের স্বাদ পেতে মরিয়া ইস্টবেঙ্গল - লাল-হলুদ

ট্রাও ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া বলেন,"হাইমে আমাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার । তবে ও না থাকায় দলে যারা আছেন তাদের মধ্যে থেকে বিকল্প খোঁজার চেষ্টা করছি আমরা ।" তিনি আরও বলেন,"হাইমে কিছুই করেনি । আরও একটি গোল করে ম্যাচটি শেষ করতে চেয়েছিল সে । কিন্তু বক্সের মধ্যে তার শট প্রতিপক্ষ ফুটবলারের হাতে লাগলেও পেনাল্টি দেননি রেফারি । ফলে হতাশ হয়ে কোলাডো বলে লাথি মারেন । যা একজন বলবয়ের গায়ে লাগে । পুরো বিষয়টি অনিচ্ছাকৃত ।"

East Bengal
eastbengal preview

By

Published : Dec 13, 2019, 11:49 PM IST

Updated : Dec 14, 2019, 12:51 PM IST

কলকাতা,13 ডিসেম্বর: হাইমে স্যান্টোস কোলাডোর হয়ে ব্যাট ধরলেন লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । শনিবার কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ট্রাও FC । কিন্তু নির্বাসনের কারণে এই ম্যাচে নেই কোলাডো । পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলা চলাকালীন ফুটবল বর্হিভূত কারণে অভিযুক্ত লাল হলুদ উইঙ্গার । আপাত 20ডিসেম্বর পর্যন্ত তিনি নির্বাসনে । শনিবারের মধ্যে সেই অভিযোগের বিরুদ্ধে কারণ দর্শাতে হবে কোলাডোকে । এবং 20 ডিসেম্বর ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দিতে হবে তাঁকে । সেখানে কোলাডোর আত্মপক্ষ সমর্থনের যুক্তি শুনে কমিটির সদস্যরা সিদ্ধান্ত জানাবেন ।

ট্রাও ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া বলেন,"হাইমে আমাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার । তবে ও না থাকায় দলে যারা আছেন তাদের মধ্যে থেকে বিকল্প খোঁজার চেষ্টা করছি আমরা ।" তিনি আরও বলেন,"হাইমে কিছুই করেনি । আরও একটি গোল করে ম্যাচটি শেষ করতে চেয়েছিল সে । কিন্তু বক্সের মধ্যে তার শট প্রতিপক্ষ ফুটবলারের হাতে লাগলেও পেনাল্টি দেননি রেফারি । ফলে হতাশ হয়ে কোলাডো বলে লাথি মারেন । যা একজন বলবয়ের গায়ে লাগে । পুরো বিষয়টি অনিচ্ছাকৃত ।"

লাল হলুদ কোচের আশা ফুটবলের স্বার্থে দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে । শাস্তি কিছুই তেমন হবে না । বলা হচ্ছে ট্রাও FC-র বিরুদ্ধে ম্যাচটি ইস্টবেঙ্গলের কাছে সহজতম ম্যাচ । ইস্টবেঙ্গলের হেডস্যার মনে করেন শনিবারের ম্যাচটি হালকা ভাবে নেওয়া যাবে না । "আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ট্রাও FC দলটির মধ্যে জেতার রসদ রয়েছে,"মন্তব্য লাল হলুদ কোচের । পঞ্জাব FC-র বিরুদ্ধেও জয়টা গুরুত্বপূর্ণ ছিল মনে করেন তিনি । এই জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস শনিবারে পুনরায় জয় পেতে সাহায্য করবে । দল যে ধীরে ধীরে ছন্দে ফিরছেন সে ব্যাপারে নিশ্চিত আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । তার মতে,"আমাদের দল শক্তিশালী এবং তা শেষ ম্যাচে দেখা গিয়েছে । তিন ম্যাচে আমরা ছয়টি গোল করেছি । আরও তিনটি গোল হতে পারত ।" তবে অন্য দল নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন । ঠাসা ক্রীড়াসূচি নিয়ে এদিন ফের সরব আলেয়ান্দ্রো । এগারো দিনে চারটে ম্যাচ খেলছে ইস্টবেঙ্গল । তবে অজুহাত না দিয়ে তিন পয়েন্ট পাখির চোখ লাল-হলুদ কোচের ।

কঠিন প্র্যাকটিসে দলকে ডুবিয়ে রেখেছেন আলেয়ান্দ্রো । সাংবাদিক সম্মেলনে কোচের পাশে বসে মার্কোস এসপাদা বলেন, " আমার উপর কোনও চাপ কোনও দিন ছিল না । আমি শুধু ভালো পারফরম্যান্স করতে চাই । দুটো গোল করেছি । আরও গোল করতে চাই ।" কোলাডোকে শনিবারের ম্যাচে না পাওয়া দলের পক্ষে খারাপ খবর, মত লাল হলুদ স্ট্রাইকারের । কারণ স্প্যানিশ উইঙ্গার ভালো ফুটবলার । তবে কোলাডোর অভাব ঢাকার ফুটবলার দলে রয়েছে বলে জানিয়েছেন মার্কোস ।

Last Updated : Dec 14, 2019, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details