কলকাতা, 25 অগস্ট : প্রবাদ বলে মঙ্গলে ঊষা বুধে পা । বর্তমান প্রেক্ষাপটে ইস্টবেঙ্গল চুক্তি বিতর্ক ঘিরে পুরানো প্রবাদটি একটু ঘুরিয়ে নিতে হচ্ছে । সোমে ঊষা বুধে পা । আজ নবান্নে বিকেল চারটের সময় ইস্টবেঙ্গল ক্লাব এবং লগ্নিকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যে ক্লাবে বৈঠক নিয়ে ফোন গিয়েছে ৷ লগ্নিকারীদেরও ফোন করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর সামনে সমস্যা মিটে যাওয়ার বিষয়ে আশাবাদী লাল হলুদ কর্তারা ৷
আইএসএলে খেলতে হলে চুক্তি জট দ্রুত মিটিয়ে ফেলা জরুরি ৷ মানছে দুই পক্ষ । ক্লাবের তরফে বলা হয়েছে, বুধবার বৈঠকের পরে তারা পুরো বিষয় নিয়ে মুখ খুলবেন । তবে তারাও মুখ্যমন্ত্রীর পদক্ষেপের উপর আস্থা রাখছে । সোমবার মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক সম্মেলনে শুধু চুক্তি বিতর্ক নিয়ে মুখই খোলেননি, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে কার্যত ঝোড়ো ব্যাটিং করেছেন । ক্লাবের সঙ্গে লগ্নিকারী বাঙ্গুর গোষ্ঠীর বিচ্ছেদের খবরে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ সবাইকে এই বিষয়ে পাশে দাঁড়ানোর কথা বলেছেন । সেই মতো সিপিএম নেতা সুজন চক্রবর্তী ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ানোর কথা বলেছেন । একই সুর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায় । তবে এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন ৷
আরও পড়ুন,East Bengal : চুক্তি জটে ক্ষুব্ধ মমতা, বুধবার নবান্নে শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের
মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্লাবের দাবি পূরণের ইঙ্গিত রয়েছে বলে লাল হলুদ কর্তারা মনে করছেন । তবে পরিস্থিতির দিকে নজর রেখে প্ল্যান বি তৈরি করে রাখা হচ্ছে বলে ক্লাব কর্তারা আগেই জানিয়েছিলেন ৷ একইসঙ্গে জানিয়েছিলেন, সমর্থকদের চোখের জল যাতে না পড়ে, সেই ব্যবস্থা তাঁরা করছেন । চুক্তি বিচ্ছেদ নয়, বরং হাত ধরাধরি করে এগিয়ে চলার ব্যাপারে ক্লাব আশাবাদী । এদিকে, লগ্নিকারীর দাবি একবছর আগে মুখ্যমন্ত্রীর সামনে হওয়া চুক্তির মান্যতা দেওয়া হোক । মাঝের দশ-এগারো মাসে বহু জল গড়িয়েছে ।
আরও পড়ুন,Dilip Ghosh on East Bengal : ইস্টবেঙ্গলের চুক্তি সমস্যা মেটানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীরই, দাবি দিলীপ ঘোষের
প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্ট যুক্ত হওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর করা নিয়ে নানা সমস্যা তৈরি হয়েছে ৷ ক্লাবের অভিযোগ, প্রাথমিক চুক্তিপত্রের সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্রের বিস্তর ফারাক রয়েছে ৷ অন্যদিকে, শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের তরফে অভিযোগ করা হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাব একের পর এক নতুন শর্তের কথা বলছে ৷ ফলে এই অবস্থায় তারা আর ক্লাবকে টাকা দেবে না ৷
বলতে গেলে, প্রায় এক বছর ধরে এই সমস্যা চলছে ৷ কোনও সমাধান সূত্র বের হচ্ছে না ৷ তাই এবার বাধ্য হয়েই হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই এই নিয়ে আজ নবান্নে একটি বৈঠক ডেকেছেন ৷ বৈঠকে ক্লাব ও লগ্নিকারী দুই পক্ষকেই ডাকা হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কোনও সমাধান সূত্র মেলে কি না এখন সেটাই দেখার ৷