পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জরুরি পরিষেবার আরও একটি মালবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত রেলের - পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল

দেশের বিভিন্ন রুটে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফে নির্দিষ্ট সময়ের জন্য একাধিক মালবাহী ট্রেন পরিষেবা চালু রেখেছে । এবার জরুরি পরিষেবা দিতে আরও একটি মালবাহী ট্রেন চালু করছে রেল কর্তৃপক্ষ ।

Eastern Railway
পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল

By

Published : Apr 22, 2020, 1:09 PM IST

কলকাতা, 22 এপ্রিল : অত্যাবশ্যকীয় পণ্য, খাদ্যসামগ্রী ও ওষুধ সরবরাহের জন্য একাধিক মালবাহী ট্রেন চালু রেখেছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল । এবার আরও একটি মালবাহী ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ । হাওড়া-জব্বলপুর রুটে চলবে এই মালবাহী ট্রেন ।

কোরোনা সংক্রমণ রোধে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে । তাই বন্ধ গণপরিবহান ও ট্রেন পরিষেবা । তবে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মালবাহী ট্রেনগুলিকে ছাড় দেওয়া হয়েছে । ফলে দেশের বিভিন্ন রুটে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফে নির্দিষ্ট সময়ের জন্য একাধিক মালবাহী ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে । শাকসবজি, প্রাণদায়ী ওষুধপত্র, খাবার-দাবার, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম, পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, ফার্মাসিউটিক্যাল, ফার্টিলাইজ়ার, কয়লা-সহ অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র মালবাহী ট্রেনগুলির মাধ্যমে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে । এবার জরুরি পরিষেবা দিতে আরও একটি মালবাহী ট্রেন চালু করছে রেল কর্তৃপক্ষ ।

এই ট্রেনটি হাওড়া-জব্বলপুর রুটে চলাচল করবে । 27 এপ্রিল থেকে ট্রেনটির পরিষেবা চালু হবে । ওইদিন রাত 9 টার সময় হাওড়া থেকে রওনা দিয়ে ট্রেনটি জব্বলপুর পৌঁছাবে । তারপর 29 এপ্রিল জব্বলপুর থেকে রাত 11 টা 10 মিনিটে রওনা দিয়ে হাওড়ায় ফিরবে । মাঝখানে শ্রীরামপুর, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মধুপুর, দীনদয়াল উপাধ্যায় জংশন, বারাণসী, প্রয়াগরাজ জংশন ও কাটনি জংশনে থামবে ।

পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন , "দেশের বিভিন্ন প্রান্তে খাবারের ও অন্যান্য জরুরি সামগ্রীর সরবরাহ সুষ্ঠভাবে বজায় রাখতে পূর্ব রেল আরও একটি মালবাহী এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে । তবে, এবার একসাথে 7 টি রুটে চালানো হচ্ছে পার্সেল ট্রেন ।"

ABOUT THE AUTHOR

...view details