কলকাতা, 22 এপ্রিল : অত্যাবশ্যকীয় পণ্য, খাদ্যসামগ্রী ও ওষুধ সরবরাহের জন্য একাধিক মালবাহী ট্রেন চালু রেখেছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল । এবার আরও একটি মালবাহী ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ । হাওড়া-জব্বলপুর রুটে চলবে এই মালবাহী ট্রেন ।
কোরোনা সংক্রমণ রোধে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে । তাই বন্ধ গণপরিবহান ও ট্রেন পরিষেবা । তবে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মালবাহী ট্রেনগুলিকে ছাড় দেওয়া হয়েছে । ফলে দেশের বিভিন্ন রুটে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফে নির্দিষ্ট সময়ের জন্য একাধিক মালবাহী ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে । শাকসবজি, প্রাণদায়ী ওষুধপত্র, খাবার-দাবার, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম, পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, ফার্মাসিউটিক্যাল, ফার্টিলাইজ়ার, কয়লা-সহ অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র মালবাহী ট্রেনগুলির মাধ্যমে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে । এবার জরুরি পরিষেবা দিতে আরও একটি মালবাহী ট্রেন চালু করছে রেল কর্তৃপক্ষ ।