পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Babul Supriyo : এখন সব মানুষের সঙ্গে মেশার সুযোগ পাই, আগে পেতাম না, ভোট বাজারে দাবি বাবুলের

আগামী 12 এপ্রিল উপনির্বাচন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে (Ballygunge Assembly by poll), এই ভোটে তৃণমূল প্রার্থী করেছে বাবুল সুপ্রিয়কে ৷

babul supriyo comments on tmc
তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়

By

Published : Apr 8, 2022, 7:35 AM IST

কলকাতা, 8 এপ্রিল: আগামী 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Ballygunge Assembly by poll) ৷ তৃণমূলের তরফে এই উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে বিজেপি ছেড়ে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (TMC Candidate Babul Supriyo) ৷ এই ভোট বৈতরণী পার হতে এবার ঘুরিয়ে নিজের পুরনো দলের সমালোচনা করলেন বাবুল ৷ তুলে ধরতে চাইলেন নিজের ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তি ৷

বৃহস্পতিবার মাথায় ফেজ টুপি চাপিয়ে এক ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ তাঁর পাশের চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার-দের ৷ সেখান থেকে বাবুল বলেন, "আমার ভাবমূর্তির সঙ্গে একটি সাম্প্রদায়িক তকমা এঁটে দেওয়া হয়েছিল ৷ কিন্তু এটা ঠিক নয় ৷ আগে আমি 70 শতাংশ মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পেতাম ৷ এখন সব মানুষের সঙ্গে মিশতে পারি ৷ আমি সেই 4-5 জন সঙ্গীত শিল্পীর মধ্যে পড়ি যাঁরা পাকিস্তানে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছেন ৷ আমি যখন বিজেপিতে ছিলেম, কাউকে ভয় পেতাম না ৷ এখন কেউ বিতর্ক তৈরি করতে চাইলে করতেই পারেন ৷ "

আরও পড়ুন : রাজভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপালের ঘণ্টাখানেক বৈঠক

উপনির্বাচনের প্রচারের মাঝে বাবুলের এই 70 শতাংশ ও 100 শতাংশ তত্ত্বকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ মনে করা হচ্ছে, এর ফলে একদিকে যেমন ঘুরিয়ে নিজের পুরনো দলের বিরুদ্ধে সাম্প্রদায়িক ভেদাভেদের বিষয়টি হাতিয়ার করলেন বাবুল সুপ্রিয় ৷ একইসঙ্গে নিজের ধর্মনিরপেক্ষ অবস্থানও তুলে ধরার চেষ্টা করলেন ৷ অতীতে বিজেপিতে থাকার সময়ে 2018 সালে বাবুলের তৎকালীন লোকসভা কেন্দ্র আসানসোলে হিংসার প্রসঙ্গ তুলে তাঁর বিরুদ্ধে সরব হয়েছে বেশকিছু নাগরিক মঞ্চ ৷ বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুলকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে চলছে প্রচার ৷ বামেদের প্রচারেও বিষয়টি উঠছে ৷ সেই প্রেক্ষিতে এদিন বাবুলের ইফতারে যোগদান ও এই মন্তব্য ভোট বাক্সে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details