কলকাতা, 24 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন খাতে খরচ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে । অথচ রাজ্যের শিক্ষাব্যবস্থা ধুঁকছে আর্থিক সংকটের জন্য । অভিযোগ, ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলা কমিটির সভাপতি অর্জুন রায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমগ্র সমাবর্তন প্রক্রিয়া নিয়ে ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের খরচ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন অর্জুন । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের জন্য ব্যাপক খরচ বৃদ্ধি পেয়েছে । 1 কোটি 21 লাখ টাকা সমাবর্তনের খরচ করা হবে । যা পূর্ববর্তী বছরের তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিন বিক্ষোভ দেখাবে DYFI সভাপতি অর্জুন রায় বলেন, "অর্থের অভাবে কার্যত বিভিন্ন দপ্তর বন্ধ হয়ে গিয়েছে শিক্ষক না থাকার জন্য । কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর অবস্থা করুণ । PhD, MPhil বন্ধ হয়ে গিয়েছে আর্থিক সংকটে । কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ কমেছে 19 শতাংশ । বিভিন্ন কলেজে বিপুল হারে বাড়ছে শিক্ষার খরচ । এর দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের । 28 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিনে নজরুল মঞ্চের সামনে বিক্ষোভ দেখাবে ভারতের ছাত্র ফেডারেশন ।"
কলকাতা জেলার মধ্যে থাকা 135টি স্কুল বন্ধ হওয়ার পথে । শিক্ষাক্ষেত্র সামগ্রিকভাবে ধ্বংসের সম্মুখীন হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি ।