কলকাতা, 6 জানুয়ারি: রবিবার ডিওয়াইএফআই-এর ব্রিগেড। আর তার আগের রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিওয়াইএফআই-এর অন্যতম প্রতিষ্ঠাতা, প্রাক্তন রাজ্য সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করল বর্তমান নেতৃত্ব। সূত্রের খবর, আগামিকাল ব্রিগেডের বাড়তি পাওনা হতে পারে যুবদের প্রাণপ্রিয় সেই বুদ্ধদেব ভট্টাচার্যর শুভেচ্ছা বার্তা।
সিপিএমের যুব সংগঠনের ডাকে ইনসাফ ব্রিগেড। স্লোগান 'যৌবনের ডাকে জনগণের ব্রিগেড'। একদা রাজ্যে শিল্পের পক্ষে সওয়াল করা বুদ্ধদেব ভট্টাচার্য যুবদের মনে এখনও বড় অংশজুড়ে রয়েছেন। তিনি অসুস্থ হওয়ার কয়েক বছর আগে এসেছিলেন ব্রিগেডে। তবে এবার সেই সুযোগ নেই ৷৷ এখন তিনি বিছানা নিয়েছেন ৷ তাই তাঁর বার্তা নিয়ে এবার সমাবেশে আয়োজক পাঠ করে শোনাবেন। একদা জ্যোতিবাবু অসুস্থ থাকাকালীন সিপিএম ব্রিগেডে এমনটাই করেছে। বাড়তি পাওনা তিনি রাজ্যের এই যুব সংগঠনের সম্পাদক ছিলেন। ছিলেন সংগঠন অন্যতম প্রতিষ্ঠাতা।
বুদ্ধদেববাবু শেষবার ব্রিগেডে হাজির হয়েছিলেন 2019 সালের 3 ফেব্রুয়ারি। তার আগে থেকেই তিনি গৃহবন্দি। সেই সভায় পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে এসে মঞ্চের নীচে গাড়িতেই বসেছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা। তারপর 2021 সালের ভোটের সময়ে বুদ্ধদেবের একটি অডিয়োবার্তা প্রচার করেছিল সিপিএম। এবার অডিয়োবার্তা না-হলেও একটি সংক্ষিপ্ত লিখিত বার্তা পেতে চাইছে সিপিএমের যুব সংগঠন। কিন্তু তিনি কথা বলার অবস্থায় কতটা থাকবেন, তার উপর পুরোটা নির্ভর করছে।
আজ রাতে সংগঠনের বর্তমান সভাপতি ধ্রুবজ্যতি সাহা, সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ যুব নেতৃত্ব দেখা করেন তাঁর সঙ্গে। তাঁর হাত চেপে ধরেন মীনাক্ষী। দেখা করেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গেও। বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা নিয়ে কথা হয়। এই অবস্থাতেও আগামিকালের প্রস্তুতি নিয়ে নেতৃত্বের থেকে খোঁজ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর লেখা বার্তা আগামিকাল ব্রিগেডে পড়ে শোনানো হবে বলেই খবর ডিওয়াইএফআই সূত্রে।
আরও পড়ুন:
- বাংলার মানুষের জন্য ইনসাফ চাইতে রবিবার বামেদের সমাবেশ, প্রস্তুত ব্রিগেড
- মমতা রেলমন্ত্রী থাকায় রেলেই চড়েননি, সমাবেশের আগেরদিনই ব্রিগেডে হাজির হালিশহরের রবি
- ব্রিগেড সমাবেশ থেকে সিপিএমের সমালোচনায় মুখর এসইউসিআই, পালটা কটাক্ষ সেলিমের