পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বচ্ছ রেশন ব‍্যবস্থার দাবি নিয়ে খাদ‍্যমন্ত্রীকে চিঠি DYFI-র

স্বচ্ছ এবং সঠিক রেশন বণ্টনের জন্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আজ চিঠি দিল DYFI ৷

dyfi
গণতান্ত্রিক যুব ফেডারেশন

By

Published : Apr 11, 2020, 12:15 AM IST

কলকাতা , 10 এপ্রিল : স্বচ্ছ রেশন ব‍্যবস্থার দাবি জানিয়ে আজ খাদ্যমন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিককে চিঠি দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন । কোরোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত মানুষের পাশে খাদ্য দপ্তর আরও বেশি মানবিক হয়ে দাঁড়াক, এমনটাই দাবি DYFI-র ৷

DYFI -এর সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং DYFI-র সম্পাদক সায়নদীপ মিত্র জানিয়েছেন , খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আজ তাঁরা স্বচ্ছ এবং সঠিক রেশন বণ্টনের জন্য চিঠি দিয়েছেন ৷ এই ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । তাতে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেও মানুষ লকডাউনকে সাধ্যমতো মানতে চেষ্টা করেছে । কিন্তু ইতিমধ্যেই বাজারে মূল্যবৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে খাদ্যদ্রব্যের সংকট সৃষ্টি হয়েছে । এই পরিস্থিতে দিনমজুরদের অবস্থা খুবই খারাপ । এক্ষেত্রে , সরকারের পক্ষ থেকে রেশনিং ব্যবস্থাকে কার্যকর করা অবশ্যই প্রয়োজনীয় । তাই রেশনিং ব্যবস্থাকে আরও সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করার জন্য ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে এক গুচ্ছ প্রস্তাব স্মারকলিপি আকারে খাদ্য মন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে ।

তাঁরা আরও জানিয়েছে , উচ্চ আয়ের মানুষ ছাড়া সকলকে বিনামূল্যে রেশন দিতে হবে ৷ লকডাউন চলাকালীন বহু মানুষের কাজ নেই । তাই সকলকে ন্যূনতম মাসিক 15 কেজি চাল ও 20 কেজি গম বা 19 কেজি আটা দিতে হবে । পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে অতিরিক্ত পরিমাণ রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও দাবি করা হয়েছে । যাঁদের ডিজিটাল কার্ড নেই , কিন্তু পুরোনো কার্ড আছে তাঁদেরও বিনামূল্যে রেশন দিতে হবে । রেশন দোকানে সামাজিক দূরত্বকে রক্ষা করার ক্ষেত্রে প্রশাসনকে প্রয়োজনীয় ভূমিকা নিতে হবে ।

বহু ক্ষেত্রে এক মাসের রেশন একসঙ্গে পাওয়া যাচ্ছে না । সেক্ষেত্রে মানুষ যাতে এক মাসের রেশন একসঙ্গে পায় , তা দেখার জন্য আবেদন জানানো হয়েছে । চাল, গম, আটা ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন চিনি, তেল, ডাল, সয়াবিন, সাবান, বেবি ফুড ন্যায্য দামে রেশন দোকানের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে । রেশন সামগ্রী নিয়ে কালোবাজারি রোধে পুলিশকে কঠোর ভূমিকা নিতে হবে । যে রেশন ডিলারের যে এলাকায় বাড়ি তাঁকে সেখানেই রেশন দিতে হবে । অস্থায়ী কার্ডের মাধ্যমে রেশন পাওয়ার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা রাজ্যের সর্বত্র কার্যকর করতে হবে । অস্থায়ী রেশন কার্ড পাওয়া থেকে বঞ্চিত রয়েছে এমন বহু মানুষ আছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে দ্রুত রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা বা খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করতে হবে । এমনই বেশ কিছু দাবি জানিয়ে আজ খাদ্য মন্ত্রীর কাছে চিঠি দিয়েছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ।

ABOUT THE AUTHOR

...view details