পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minakshi Mukherjee: মীনাক্ষীই মুখ! ক্যাপ্টেনের ডাকে এবার ব্রিগেড ভরাবে বাম ছাত্র-যুবরা

ব্রিগেড সমাবেশের প্রথম সারিতে মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি বিশ্বাসরা থাকলেও পিছনের সারিতে উপস্থিত থাকবেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিমান বোস, সূর্যকান্ত মিশ্র ৷ পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরও থাকার সম্ভাবনা রয়েছে ।

Etv Bharat
মীনাক্ষী মুখোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 1:21 PM IST

Updated : Sep 11, 2023, 2:07 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে পদযাত্রা বামফ্রন্টের । আগামী বছরের শুরুতেই অর্থাৎ 7 জানুয়ারি বাম ছাত্র-যুব'র ডাকে ব্রিগেড চলো । এই ব্রিগেড সমাবেশের প্রথম সারিতে মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি বিশ্বাসরা উপস্থিত থাকলেও পিছনের সারিতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিমান বোস, সূর্যকান্ত মিশ্র উপস্থিত থাকবেন । পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরও এই সমাবেশে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে ।

সংগঠন সূত্রে খবর, জানুয়ারি মাসে ব্রিগেড সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণার পর দেওয়াল লেখার কাজ শুরু হবে । ইতিমধ্যে প্রত্যেকটা জেলা কমিটিকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে । তারপরেই এই ব্রিগেড সমাবেশ ঘিরে জেলায় জেলায় প্রচার পদযাত্রা চলতে থাকবে । মূলত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চুরি-দুর্নীতি ইস্যুতে সরব হবেন বাম ছাত্র সংগঠনের নেতারা । ঠিক তেমনি বাংলার যুবসমাজের একটা বড় অংশ এখন বেকার । সেই সমস্ত বেকারদের ঐক্যবদ্ধ করতে রাজ্য সরকারের বিরুদ্ধে বেকারত্বের ইস্যুতে জোরদার আন্দোলন সংগঠিত করা হবে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচারের মতো ইস্যুও যথেষ্ট গুরুত্ব পাবে বলেই ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির এক সদস্য জানিয়েছেন।

তিনি আরও জানান, বাম-ছাত্র যুব এই ব্রিগেড সমাবেশের ডাক দিলেও সমাজের বিভিন্ন স্তর থেকে যারা সরাসরি রাজনৈতিক সঙ্গে যুক্ত নন, তাদেরও এই সমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হবে । বিজেপি এবং তৃণমূল বাদে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাঁরা চাইলেও এই সামাবেশে যোগ দিতে পারবে বলে সূত্রের দাবি । সবমিলিয়ে 2024-এর লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যের তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যুব সমাজকে সামনের সারিতে রাখতে চাইছে বঙ্গ সিপিএম ৷ তা আবারও স্পষ্ট হয়েছে ।

আরও পডু়ন:'বাধা দিলে লড়াই বাঁধবে', পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসকদলকে হুঁশিয়ারি মীনাক্ষীর

প্রায় 15 বছর বাদে বাম ছাত্র যুব সংগঠনের ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে । এর আগেও বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন 2008 সালে শেষবার বাম যুব সংগঠনের ডাকে বিগ্রেড সমাবেশ হয়েছিল ৷ তারপর ডিওয়াইএফআই-এর ডাকে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হয় । সেই সমাবেশে বক্তা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, আভাস রায়চৌধুরী, অভয় মুখোপাধ্যায় । তবে এবারের ব্রিগেড সমাবেশের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বাম-যুব সংগঠন ডিওআইএফআই কোনও দিন ঘোষণা করেনি ।

Last Updated : Sep 11, 2023, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details