কলকাতা, 15 সেপ্টেম্বর: চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে পদযাত্রা বামফ্রন্টের । আগামী বছরের শুরুতেই অর্থাৎ 7 জানুয়ারি বাম ছাত্র-যুব'র ডাকে ব্রিগেড চলো । এই ব্রিগেড সমাবেশের প্রথম সারিতে মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি বিশ্বাসরা উপস্থিত থাকলেও পিছনের সারিতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিমান বোস, সূর্যকান্ত মিশ্র উপস্থিত থাকবেন । পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরও এই সমাবেশে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে ।
সংগঠন সূত্রে খবর, জানুয়ারি মাসে ব্রিগেড সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণার পর দেওয়াল লেখার কাজ শুরু হবে । ইতিমধ্যে প্রত্যেকটা জেলা কমিটিকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে । তারপরেই এই ব্রিগেড সমাবেশ ঘিরে জেলায় জেলায় প্রচার পদযাত্রা চলতে থাকবে । মূলত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চুরি-দুর্নীতি ইস্যুতে সরব হবেন বাম ছাত্র সংগঠনের নেতারা । ঠিক তেমনি বাংলার যুবসমাজের একটা বড় অংশ এখন বেকার । সেই সমস্ত বেকারদের ঐক্যবদ্ধ করতে রাজ্য সরকারের বিরুদ্ধে বেকারত্বের ইস্যুতে জোরদার আন্দোলন সংগঠিত করা হবে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচারের মতো ইস্যুও যথেষ্ট গুরুত্ব পাবে বলেই ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির এক সদস্য জানিয়েছেন।