কলকাতা, 29 জুলাই: লকডাউনের কারণে পূর্ব নির্ধারিত সময়ে হাসপাতালে পৌঁছতে পারেননি ক্যান্সারের আক্রান্ত রোগী । মাস দুই পরে তিনি যখন হাসপাতালে পৌঁছলেন, তখন জানলেন তাঁর ক্যান্সার স্টেজ-টু থেকে পৌঁছে গেছে স্টেজ ফোর- । এর ফলে ক্যান্সার ছড়িয়ে পড়েছিল তাঁর ফুসফুসে । আর কি বেঁচে ওঠা সম্ভব নয়? ভরসা পাননি চিকিৎসকদের কাছে । তবে, বেঁচে থাকার অদম্য ইচ্ছা নিয়ে এর পরে অন্য এক চিকিৎসকের কাছে যান রোগী । জানতে পারেন, তাঁর ক্যান্সার স্টেজ টু-তেই রয়েছে, ফুসফুসে ছড়িয়ে পড়েনি । এই চিকিৎসকের কাছেই আবার অস্ত্রোপচার করে আপাতত ক্যান্সারমুক্ত হয়েছেন এই রোগী । ক্যান্সারের চিকিৎসার এই ঘটনা কলকাতার ।
অরূপকুমার দত্ত নামে 68 বছর বয়সি এই রোগী হাওড়ার বাসিন্দা । পানের সঙ্গে জর্দা মিশিয়ে খাওয়ার অভ্যাস ছিল তাঁর । এই অভ্যাসই তাঁর কাল হয়ে দাঁড়ায় । গত বছরের জুন মাস থেকে তাঁর নিচের চোয়ালে ব্যথা হতে শুরু করে । তবে, প্রথমে সেভাবে গুরুত্ব দেননি তিনি । এর পরে যন্ত্রণা বাড়তে থাকায় গত বছরের অক্টোবর মাসে তিনি কলকাতার একটি হাসপাতালে যান । সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরে ধরা পড়ে তিনি ক্যান্সারে আক্রান্ত । তাঁর মুখে ক্যান্সার হয়েছে । তবে, সেখানে ক্যান্সারের জন্য চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে অন্য একটি হাসপাতালে যান এই রোগী । সেখানে তাঁর চোয়ালে অপারেশন করা হয় । এরপরে সেখানে তাঁকে রেডিয়েশন, কেমোথেরাপি দেওয়া হয় । পরে তিনি বাড়িতেও ফিরে যান ।