পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Mamata Banerjee: পুজো উদ্বোধনে সুব্রতর স্মরণে স্মৃতিমেদুর মমতা, করলেন তাঁর নামে রাস্তা তৈরির ঘোষণা - সুব্রত মুখোপাধ্যায়

রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল দাদা-বোনের। সোমবার সুব্রত মুখোপাধ্যায়ের প্রাণের পুজো এক ডালিয়া এভারগ্রিনের ভার্চুয়াল উদ্বোধনের সময় সুব্রতর স্মৃতিতে স্মৃতিমেদুর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 11:04 PM IST

Updated : Oct 17, 2023, 7:39 AM IST

কলকাতা, 16 অক্টোবর: তিনি চলে গিয়েছেন বছরদু'য়েক হল। রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল দাদা-বোনের। সোমবার সুব্রত মুখোপাধ্যায়ের প্রাণের পুজো একডালিয়া এভারগ্রিনের ভার্চুয়াল উদ্বোধনের সময় সুব্রতর স্মৃতিতে ভারাক্রান্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন পুজো উদ্বোধনে সুব্রত-জায়া ছন্দবাণী মুখোপাধ্যায়ের জন্য মন কেমন খারাপ হয়ে যায় খোদ মুখ্য়মন্ত্রীর ৷ এদিন পাড়ার লোককে বৌদির খেয়াল রাখার কথাও বললেন। একইসঙ্গে বলেন, "একদিন সুব্রত'দার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে।" সোমবার মুখ্যমন্ত্রীর কলকাতার পুজো উদ্বোধন শুরু হয় সুব্রত মুখোপাধ্যায়ের পুজো একডালিয়া এভারগ্রিন দিয়েই। প্রত্যেক বছর এই সাবেকি পুজোর টানে মুখ্যমন্ত্রী নিজেই মণ্ডপে আসেন। আসেন একদা তার রাজনৈতিক সহযোদ্ধা, গুরু, দাদা সুব্রত মুখোপাধ্যায়ের টানেই। এই উদ্বোধনে ঘুরে-ফিরে আসে সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার সুব্রত'দার মুখটা মনে পড়ছে। আমি ভীষণভাবে মিস করি তাঁকে। খুব কষ্ট লাগে ৷ আমি কিছুতেই ভুলতে পারি না, যে মানুষটা এত হাসি-খুশি, সেই হঠাৎ করে হারিয়ে গেলেন।" মমতা-সুব্রত সম্পর্কটা আজকের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মমতা হননি। সে সময় পোড় খাওয়া রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায় ছিলেন তাঁর পথপ্রদর্শক। 1984-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাদবপুর থেকে টিকিট পেয়েছিলেন, শোনা যায় তার পেছনেও সুব্রত মুখোপাধ্যায়ের হাতযশ ছিল।

এদিন পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর মুখ থেকেই বেরিয়ে পড়ে সুব্রত মুখোপাধ্যায়ের তাড়াতাড়ি চলে যাওয়ার পেছনে চিকিৎসার গাফিলতি ছিল। তিনি বলেন, "এই হাসিমুখটা দেখি আর মনে মনে ভাবি কী করে সুব্রত'দা এত তাড়াতাড়ি চলে গেলেন। নিশ্চয়ই চিকিৎসায় কিছু ভুলভ্রান্তি ছিল। যার কারণে এত তাড়াতাড়ি মানুষটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হল। পাড়ার সবাইকে বলব বৌদির একটু দেখে রাখবেন যাতে বৌদির কখনও কোনও অসুবিধা না হয়।"

একডালিয়ার পুজোর পুরনো দিনগুলির কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বললেন, "সুব্রত'দা প্রতিবার মায়ের সামনে নিয়ে গিয়ে আমায় শাড়ি দিত। একডালিয়া তাঁর জীবন ছিল। চারদিন দেদার আড্ডা মারত। সুব্রত'দা আমায় দেখলেই আমায় মায়ের মন্ত্র বলতে বলতেন।" এদিন এই পুজোর উদ্বোধনের সময়ই সুব্রত মুখোপাধ্যায়ের নামে একটি রাস্তা তৈরীর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন ত্রিধারা সম্মেলনের পুজার উদ্বোধনে মমতা বন্দোপাধ্যায় আলাদা করে বাবুল সুপ্রিয়কে নিয়ে হালকা হাসি মশকরাও করেন। তিনি বলেন, "বাবুল সুপ্রিয় আছে না কি ? এতগুলো পুজো আমি কোথাও দেখিনি।" বাবুল বলেন, "আজকে যাত্রী সাথী অ্যাপের উদ্বোধন ছিল ৷ দুই রাত জেগে কাজ করতে হয়েছে। তাই আমি কোথাও যেতে পারিনি। এখানে এসেছি গান গেয়ে বাকিটা মেকআপ দিচ্ছি।"

আরও পড়ুন: দশভুজার কাছে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদপ্রার্থী শাহ, ‘রামমন্দিরের’ উদ্বোধনে অমিত-বার্তা

এদিন মোট 23টা পুজার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্বোধনের সময় প্রত্যেকটা পুজোতেই তিনি ইউনেসকোর প্রতিনিধিরা আসলে কী করতে হবে তাও বাতলে দেন। একইসঙ্গে, প্রত্যেকের সঙ্গেই পায়ের চোট সারিয়ে 27 তারিখের কার্নিভালে তাঁর যে দেখা হবে সে কথাও জানিয়ে দিয়েছেন তিনি।

Last Updated : Oct 17, 2023, 7:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details