কলকাতা, 20 অক্টোবর : রাজ্যের সমস্ত পুজোমণ্ডপে নো এন্ট্রি ঘোষণা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ফোরাম ফর দুর্গাপুজা কমিটি ৷ এই আবেদনের শুনানির জন্য সব পক্ষকে নোটিস দিয়ে আগামীকালআদালতে আসতে বলা হয়েছে।
হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন ফোরাম ফর দুর্গাপুজো কমিটির
দর্শকরা কেউ ঢুকতে পারবেন না মণ্ডপে । গতকাল কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর সমস্যায় পড়েছেন কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলার পুজো উদ্যোক্তারা ।
রাজ্যের সমস্ত পুজামণ্ডপে নো এন্ট্রি ঘোষণা করার নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । নির্দেশে জানানো হয়, ছোটো পুজোমণ্ডপের 5 মিটার পর্যন্ত এবং বড় পুজোমণ্ডপের 10 মিটার পর্যন্ত ব্যারিকেড করা থাকবে । উদ্যোক্তাদের তরফে প্রত্যেকদিন সর্বোচ্চ 25 জন প্রবেশ করতে পারবেন মণ্ডপে । তাঁদের নাম পুজোমণ্ডপের সামনে আগে থেকে লিস্ট করে টাঙিয়ে দিতে হবে । দর্শকরা কেউ ঢুকতে পারবেন না মণ্ডপে।
গতকাল কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর চিন্তায় পড়েছেন কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো উদ্যোক্তারা। সেই জন্য এই নির্দেশ পুনরায় খতিয়ে দেখার আবেদন জানিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব ।