পেট্রাপোল, 1 অক্টোবর : ওপার বাংলা থেকে এপার বাংলার জন্য এল শারদীয় উপহার । দীর্ঘ সাত বছর পর সোমবার ফের সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এল পদ্মার ইলিশ । সোমবার আটটি গাড়িতে প্রায় 30 টন ইলিশ আসে পেট্রাপোল পার্কিংয়ে । জানা গেছে, এখন থেকে প্রতিদিন গড়ে 24 টন করে মোট 500 টন ইলিশ আসবে ।
এবার পুজোয় ভোজনরসিক বাঙালির পাতে ফের পড়তে চলেছে পদ্মার ইলিশ । দীর্ঘ সাত বছর পরে ফের পদ্মার ইলিশের স্বাদ পাবে পশ্চিমবঙ্গের বাঙালিরা । দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর সবুজ সংকেত দেয় বাংলাদেশ সরকার । আমদানির জন্য মিলেছে ভারত সরকারের সবুজ সংকেতও । তারপরই পদ্মার রুপোলি ফসল আসতে শুরু করেছে ভারতে ৷ শেষবার 2012 সালে পদ্মার ইলিশ ভারতে এসেছিল । তারপর তিস্তা চুক্তি নিয়ে বিতর্কের জেরে বন্ধ হয়ে যায় ইলিশ রপ্তানি ।