পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওপার বাংলার শারদীয় উপহার, 7 বছর পর রাজ্যে পদ্মার ইলিশ - padma Hilsa

দীর্ঘ সাত বছর পর সোমবার ফের সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এল পদ্মার ইলিশ । সোমবার আটটি গাড়িতে প্রায় 30 টন ইলিশ আসে পেট্রাপোল পার্কিংয়ে ।

ইলিশ

By

Published : Oct 1, 2019, 1:17 PM IST

Updated : Oct 1, 2019, 7:33 PM IST

পেট্রাপোল, 1 অক্টোবর : ওপার বাংলা থেকে এপার বাংলার জন্য এল শারদীয় উপহার । দীর্ঘ সাত বছর পর সোমবার ফের সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এল পদ্মার ইলিশ । সোমবার আটটি গাড়িতে প্রায় 30 টন ইলিশ আসে পেট্রাপোল পার্কিংয়ে । জানা গেছে, এখন থেকে প্রতিদিন গড়ে 24 টন করে মোট 500 টন ইলিশ আসবে ।

এবার পুজোয় ভোজনরসিক বাঙালির পাতে ফের পড়তে চলেছে পদ্মার ইলিশ । দীর্ঘ সাত বছর পরে ফের পদ্মার ইলিশের স্বাদ পাবে পশ্চিমবঙ্গের বাঙালিরা । দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর সবুজ সংকেত দেয় বাংলাদেশ সরকার । আমদানির জন্য মিলেছে ভারত সরকারের সবুজ সংকেতও । তারপরই পদ্মার রুপোলি ফসল আসতে শুরু করেছে ভারতে ৷ শেষবার 2012 সালে পদ্মার ইলিশ ভারতে এসেছিল । তারপর তিস্তা চুক্তি নিয়ে বিতর্কের জেরে বন্ধ হয়ে যায় ইলিশ রপ্তানি ।

ভিডিয়োয় দেখুন

10 অক্টোবরের মধ্যে নাজ় (NAAZ) ইমপেক্স প্রাইভেট লিমিটেড নামে একটি আমদানিকারক সংস্থার মাধ্যমে প্রতিদিন গড়ে 24 টন করে মোট 500 টন ইলিশ ভারতে আসবে । 6 মার্কিন ডলার প্রতি কেজি দামে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করা হচ্ছে ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 420 টাকার আশেপাশে ।

পেট্রাপোল থেকে প্রথমে ইলিশ ভর্তি ট্রাক যাবে হাওড়ার একটি বাজারে । সেখান থেকে কলকাতার বড়বাজার, মানিকতলা, বেহালা-সহ বিভিন্ন বাজারে পাঠনো হবে । সব খরচ ধরে পদ্মার ইলিশের বাজারদর থাকবে কেজি পিছু প্রায় 600 টাকা ৷

Last Updated : Oct 1, 2019, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details