পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার দেশপ্রিয় পার্কে চালচিত্রে চণ্ডীপাঠ - দেশপ্রিয় পার্ক পুজো কমিটি

দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ৷ তাই এবার পুজোর বাজেটে কাটছাঁট করা হয়েছে ৷ দেশপ্রিয় পার্ক পুজো কমিটির তরফে এমনই জানানো হয়েছে ৷ এ বার দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের থিম 'চালচিত্র' ৷ বিভিন্ন ধরনের চালচিত্র দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ ৷

দেশপ্রিয় পার্ক

By

Published : Oct 4, 2019, 9:50 PM IST

Updated : Oct 5, 2019, 1:12 PM IST

কলকাতা : এ বার দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের থিম 'চালচিত্র' ৷ বিভিন্ন ধরনের চালচিত্র দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ ৷ দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ৷ তাই এবার পুজোর বাজেটে কাটছাঁট করা হয়েছে ৷ দেশপ্রিয় পার্ক পুজো কমিটির তরফে এমনই জানানো হয়েছে ৷ বিকেল থেকেই জনজোয়ার দেশপ্রিয় পার্কের মণ্ডপে ৷

পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদক রূপ কুমার বলেন, "আমাদের দেশপ্রিয় পার্কের পুজোর লোগোর নিচেই লেখা রয়েছে ঐতিহ্যের উদ্দীপনা ৷ এই ঐতিহ্য বজায় রাখার জন্য প্রত্যেক বছর আমাদের কাছে চাঁদোয়া বড় ব্যাপার ৷ চাঁদোয়া রয়েছে, পুরনো আমলের নস্টালজিক পুজোর পরিবেশ রয়েছে ৷"

দেখুন ভিডিয়ো

কেন চালচিত্রকে থিম হিসেবে বেছে নেওয়া হল? রূপ কুমার বলেন, "চালচিত্র দেওয়ার পিছনে একটাই কারণ ৷ দুর্গা মায়ের পিছনে যে চালচিত্র, সেখানে চণ্ডীপাঠ আঁকা থাকত ৷ ওই আঁকার বিষয়গুলি ছোটো আকারে থাকত ৷ মানুষ বুঝতে পারতেন না ৷ এই বিষয়গুলিকেই বড় আকারে এবার নিয়ে আসা হয়েছে আমাদের পুজো মণ্ডপে ৷ সবাই দেখতে পাবেন চণ্ডীপাঠের ছবি ৷"

কেমন ভিড় প্রত্যাশা করছেন? উদ্যোক্তা বলেন, "প্রত্যাশা শুধু আমাদের, তা নয় ৷ পুজো শুধু আমাদের, তাও নয় ৷ এটা মানুষের পুজো ৷ মানুষ আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার ৷ এই জন্য দেশপ্রিয় পার্ক কোনও প্রতিযোগিতায় নাম দেয় না ৷ দেশপ্রিয় পার্ক মনে কর, মায়ের পায়ে লক্ষ মানুষের অঞ্জলিই আসল পুরস্কার ৷" পুজোর বাজেটেও এবার কাটছাঁট করা হয়েছে ৷ রূপ কুমার বলেন, "দেশজুড়ে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা ৷ তাই কাটছাঁট করতে হচ্ছে ৷ কিছু করার নেই ৷"

Last Updated : Oct 5, 2019, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details