কলকাতা : আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম 'অজান্তে' ৷ শিল্পী ও শিল্পর মিলনক্ষেত্র হয়ে উঠেছে মণ্ডপটি ৷ শিল্পী এখানে স্থাপত্যকে ফুটিয়ে তুলেছেন গুজরাতের সরস্বতী নদীর তীরে অবস্থিত 'রানি কি ভাও'-এর আদলে ৷
আহিরীটোলা সর্বজনীনে গুজরাতের 'রানি কি ভাও' - pujo
শিল্পী এখানে স্থাপত্যকে ফুটিয়ে তুলেছেন গুজরাতের সরস্বতী নদীর তীরে অবস্থিত 'রানি কি ভাও'-র আদলে ৷ শিল্পী ও শিল্পর মিলনক্ষেত্র হয়ে উঠেছে মণ্ডপটি ৷ আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম 'অজান্তে' ৷
শিল্পী ও শিল্পের মেলবন্ধনে তুলে ধরা হয়েছে মায়ের মাতৃ রূপ ৷ প্রতিমাটি পাথরের তৈরি ৷ এক বছর ধরে পুজো উদ্যোক্তারা পরিকল্পনা করে এই থিম বেছে নিয়েছেন৷ থিমের মধ্যে সামাজিক বার্তা দিয়েছেন পুজো উদ্যোক্তারা ৷ জলের সমস্যা থেকে বাঁচতে সবাইকে কাজ করতে হবে ৷ জলের সমস্যা সমাজে একটি ব্যাধির আকার নিচ্ছে ৷
পুজো কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক দুলাল সেন বলেন, "পুজো মণ্ডপে জলের অপচয় রোধের বার্তা দেওয়া হয়েছে ৷ কিছু মূর্তি বসানো হয়েছে, যারা জল নষ্ট আটকানোর জন্য কলের মুখগুলিকে আটকে রেখেছে ৷ জল সঞ্চয় করার জন্য বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷"