পশ্চিমবঙ্গ

west bengal

World Menstrual Day: পুজোর থিমে পিরিয়ডস নিয়ে মিথ ভাঙার বার্তা, বিশ্ব ঋতুচক্র দিবসে উন্মোচিত হল ব্যানার

দুর্গা পুজোর মঞ্চকে ব্যবহার করে ঋতুচক্র নিয়ে মিথ ভাঙার চেষ্টায় পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি ৷ ঋতুচক্র নিয়ে সমাজের মধ্যে থাকা নানান ভুল ধারণাকে ভাঙতেই এই উদ্যোগ ৷ তাই আজ বিশ্ব ঋতুচক্র দিবসে পুজোর থিম উন্মোচন করলেন উদ্যোক্তারা ৷

By

Published : May 28, 2023, 8:11 PM IST

Published : May 28, 2023, 8:11 PM IST

World Menstrual Day ETV BHARTA
World Menstrual Day

দুর্গা পুজোর থিমে ঋতুচক্র নিয়ে মিথ ভাঙার বার্তা

কলকাতা, 28 মে: মানুষ আধুনিক হয়েছে ৷ আধুনিক হয়েছে তাঁর পোশাক-আশাক, চাল-চলন ৷ এমনকি শিক্ষা ক্ষেত্রে নিত্যনতুন সব ডিগ্রিধারী হচ্ছে সবাই ৷ সামাজিকতার ক্ষেত্রেও আধুনিকতার ছোঁয়া লাগছে ৷ কিন্তু, ঋতুচক্র নিয়ে সমাজ আজও আধুনিক হয়ে উঠতে পারেনি ৷ ঋতুচক্র নিয়ে আজও কুসংস্কার মুছে ফেলা সম্ভব হয়নি সমাজ থেকে ৷ প্রকাশ্যে ঋতুচক্র নিয়ে কথা না-বলা, ঋতুচক্রের সময় ধর্মীয়স্থানে প্রবেশ করতে না-পারা, পবিত্র-অপবিত্রের তকমা-সহ এমন নানান বিধিনিষেধ ৷ সেই মিথ ভেঙে দেওয়ার বার্তা নিয়ে হাজির পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি ৷ দুর্গা পুজোর মঞ্চকে এই মিথ ভাঙার পাথেয় করেছে উদ্যোক্তারা, যার ঘোষণাটা হয়ে গেল বিশ্ব ঋতুচক্র দিবসে অর্থাৎ রবিবার ৷

পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির এবছরের পুজোর থিম ‘এবার অবগুণ্ঠন খোলো’ ৷ বিশ্ব ঋতুচক্র দিবসে সোনাগাছির মহিলাদের উপস্থিতিতে পিতলের দুর্গা এনে হাজির করলেন আয়োজকরা ৷ উন্মোচিত হল, পুজোর ব্যানার ও থিম ৷ ‘বিশ্ব ঋতুচক্র দিবস’ আসলে আরও একটি নারী দিবস ৷ যে দিনটি নারীত্ব উদযাপনের দিন ৷ তাই দিনটার গুরুত্ব মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতেই এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ ঢাকের তালে এ দিন দুর্গা পুজোর থিম উদ্বোধন করা হল ৷ পথুরিয়াঘাটা পাঁচের পল্লির থিম শিল্পী মানস রায় ৷ মাতৃ প্রতিমা তৈরি করবেন বিখ্যাত মৃৎ শিল্পী সনাতন পাল ৷ আর আবহ সঙ্গীত তৈরি করছেন সুরকার তথা গায়ক সিধু ৷

আরও পড়ুন:ঋতুবন্ধের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন ? যে উপায়ে বুঝবেন

পুজো উদ্যোক্তা তথা স্থানীয় কাউন্সিলর ইলোরা সাহা বলেন, ‘‘আজ নারীত্বের জয়গানের দিন ৷ তাই মায়ের পুজোর শুভ সূচনা করলাম ৷ এবারের থিম মেয়েদের ঋতুচক্রকে কেন্দ্র করে ৷ এই সময়কালে নানা কুসংস্কারের কারণে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয় মেয়েদের উপর ৷ সেগুলি থেকে বেরনোর সময় এসেছে ৷ ঋতুচক্র আছে বলেই মানব সভ্যতার চাকা এগিয়ে যাচ্ছে ৷ এটা বাকিগুলির মতো স্বাভাবিক ৷ ঋতুচক্র না হলে শরীর খারাপ হয় ৷ তাই সব বাধা জয় করেই সমাজের নারীরা কাজ করে চলেছেন ৷ মহিলাদের দমিয়ে রাখার প্রবণতা কমাতেই হবে ৷ ডেঙ্গু, ম্যালেরিয়া দিবস পালন করলেও ৷ ‘বিশ্ব ঋতুচক্র দিবস’ নিয়ে কিন্তু কোনও সচেতনতা প্রচার হয় না ৷’’

ABOUT THE AUTHOR

...view details